কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
ওভাল টেস্টের রোমাঞ্চকর ১৫৭ রানে জয় ছিনিয়ে নিল ভারত। সোমবার ওভাল টেস্টের পঞ্চম দিন রোমাঞ্চকর ম্যাচে ভারতীয় বোলারদের দাপটে ইংল্যান্ড ২১০ রানে আল আউট হয়ে যায়। ভারত ১৫৭ রানে টেস্ট ম্যাচ জিতে নেয় এবং পাঁচ ম্যাচের সিরিজ ২-১ এগিয়ে গেল। গতকাল বিনা উইকেটে ৭৭ রানের পর খেলা শুরু হলে ইংলিশ দুই ওপেনার ভালো শুরু করে।
ইংল্যান্ডের প্রথম উইকেটের জুটিতে ১০০ তোলে ওপেনার রোরি বার্নস অর্ধ শতরান করে (৫০) করে আউট হন। হাসিব হামিদ ৬৩ রান করে আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের মিডিল অর্ডার ব্যাটসম্যান মাত্র ৬ রানে চারটি উইকেট হারায় এবং ম্যাচ বাঁচানো কঠিন হয়ে পড়ে ইংল্যান্ডের পক্ষে। ইংলিশ অধিনায়ক জো রুট কিছুটা চেষ্টা করলেও বাকিরা ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় ।
এদিন ম্যাচে ভারতের হয় উমেশ যাদব তিনটি জসপ্রীত বুমরাহ ও এই টেস্টের অলরাউন্ড পারফরম্যান্স করা শার্দুল ঠাকুর দুটি করে উইকেট নেন। সে অর্থে ইংলিশ ব্যাটসম্যানরা ঘরের মাঠে ভারতীয় বোলারদের হাতে নাস্তানাবুদ হতে দেখা যায়। যদিও ইংল্যান্ডের শুরুটা যথেষ্ট ভালই ছিল কিন্তু দুই ওপেনার প্যাভিলিয়নে ফিরে যেতে একের পর এক ধারাবাহিক ভাবে ইংল্যান্ড উইকেট হারাতে থাকে।
আরও পড়ুনঃ ১৩০তম ডুরান্ড কাপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
ইংলিশ ব্যাটসম্যান হামিদ হাসিব রোরি বার্নস, ও অধিনায়ক জো রুট কিছুটা প্রতিরোধ করলেও বাকিরা শুধুমাত্র অসহায় আত্মসমর্পণ করতে দেখা যায়। ডেভিড মালান (৫) প্রথম ইনিংসে সর্বোচ্চ স্কোরার ওলি পপ মাত্র দুই রানে ফিরে যায়। ইংল্যান্ডের উইকেট-রক্ষক বেস্টও মঈন আলী শূন্য রানে আউট হন। ইংল্যান্ডের চার জন ব্যাটসম্যান মাত্র ছয় ওভারে ছয় রানের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যায়। অধিনায়ক রুট (৩৬)কিছুটা চেষ্টা করলেও তার প্রচেষ্টা ব্যর্থ হয়। পাঁচ ম্যাচের সিরিজে ভারত ২-১ এগিয়ে যায়। ম্যাচের সেরা রোহিত শর্মা। শেষ টেস্ট ম্যাচ ম্যানচেস্টারে শুরু হবে ১০ই সেপ্টেম্বর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584