বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে রোহিতের হাতে ধরে কিউইদের বিপক্ষে সিরিজ জয়

0
71

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্সআপ দল নিউজিল্যান্ড। ফাইনালে ওঠার পথে সুপার টুয়েলভে ভারতকে হারিয়েছে তারা। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতে সফর করতে এসে রোহিত শর্মার দলের কাছে পাত্তাই পাচ্ছে না কিউরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি পাঁচ উইকেটে হারার পর দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে হেরেছে তারা। আর টানা দুই হারে তিন ম্যাচের সিরিজে তারা সিরিজ খুইয়ে বসেছে। এই সিরিজের বিশেষ আকর্ষণ হল অধিনায়ক হিসেবে রোহিত শর্মার পুরোপুরি দায়িত্বভার গ্রহণ এবং কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের ডেবিউ। তবে তারা দুইজনই ফুল মার্কস নিয়ে পাশ করেছে।

T20 series

টস হেরে রাঁচিতে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৩ রান তোলে নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে ১৬ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৭ উইকেটে ম্যাচ জিতে তারা সিরিজ জয় নিশ্চিত করেছে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে।

লক্ষ্য তাড়া করতে নেমে লোকেশ রাহুল ও রোহিত শর্মার উদ্বোধনী জুটিতেই ১১৭ রান তুলে নেয় টিম ইন্ডিয়া । ১৩.২ ওভারের জুটি ভাঙে রাহুলের আউটে। ৬ চার ও ২ ছয়ে ৪৯ বলে ৬৫ রান করা রাহুল আউট হয়েছেন টিম সাউদির বলে গ্লেন ফিলিপসের ক্যাচ হয়ে। ১৬তম ওভারে ফিরে যান ভারতের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক রোহিতও। সাউদির বলে মার্টিন গাপটিলের হাতে ক্যাচ দেওয়ার আগে ৫ ছয় ও এক চারে ৩৬ বলে ৫৫ রান করেছেন তিনি।

কিউই ফাস্ট বোলার সাউদি আবারও আঘাত হানেন ভারতীয় ইনিংসে। নিজের তৃতীয় উইকেট হিসেবে তিনি তুলে নেন সূর্যকুমার যাদবকে। সাউদির বলে বোল্ড হওয়ার আগে ২ বলে ১ রান করেছেন তিনি। কিন্তু এরপরও নিরাপদে লক্ষ্য পেরিয়ে যেতে পেরেছে ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা ভেঙ্কটেশ আইয়ার ও ঋষভ পন্তের দৃঢ়তায়। ভারতকে জেতাতে আইয়ার অপরাজিত ছিলেন ১১ বলে ১২ রান করে। অন্য প্রান্তে পন্ত ৬ বলে ২ ছয়ে করেছেন অপরাজিত ১২ রান।

আরও পড়ুনঃ ঘরের মাঠে মিরপুরের ঘূর্ণি পিচে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে পরাজিত বাংলাদেশ

এর আগে নিউজিল্যান্ডের প্রথম চার ব্যাটসম্যান ভালো শুরু পেলেও কেউ ইনিংস বড় করতে পারেননি। ২১ বলে ৩৪ রান করেন গ্লেন ফিলিপস। মার্টিন গাপটিল (৩১) ও ড্যারিল মিচেল (৩১) উইকেটে থিতু হয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি। উদ্বোধনী জুটিতে ৪.২ ওভারে ৪৮ রান তোলেন দুজন। নিউজিল্যান্ডের ইনিংসে এটাই সর্বোচ্চ রানের জুটি। ভারতের হয়ে ২৫ রানে ২ উইকেট নেন হর্ষল প্যাটেল। ১৯ রানে ১ উইকেট রবিচন্দ্রন অশ্বিনের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here