শরীয়তুল্লাহ সোহন, স্পোর্টস ডেস্কঃ
মার্টিন গাপটিল একাই লড়লেন। ফিফটিও পেলেন, কিন্তু গতকাল ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারলেন না নিউজিল্যান্ডের বাকি ব্যাটসম্যানরা। কলকাতার ইডেন গার্ডেনসে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে কিউইদের ৭৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শর্মা বাহিনী।
যদিও কালকের ম্যাচটা ভারতের কাছে নিয়ম রক্ষার ছিল। কিন্তু ম্যাচ যেহেতু ইডেনে, তাও আবার টানা দুবছর পর, তাই অন্যরকম উন্মাদনা ছিল ম্যাচটিকে ঘিরে। তাছাড়া ভারতীয় সমর্থকগণও চাইছিলেন নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে। রীতিমতো হেসে খেলে কিউইদের ধবল ধোলাই করেছে রোহিত বাহিনী। গতকালের ম্যাচে ভারতের ১৮৪ রানের জবাবে নিউজিল্যান্ডের ইনিংস থেমেছে ১১১ রানেই।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে ধুন্ধুমার ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার রোহিত ও কিষাণ। অধিনায়ক রোহিত আর ইষান কিষান ঝড় তুললেন শুরু থেকেই। ওপেনিং জুটিতে পাওয়ার প্লেতে ৬৯ রান তুলে ফেলেন তাঁরা। মিচেল স্যান্টনারের বলে উইকেটকিপার টিম সাইফার্টের হাতে ধরা পড়েন কিষান। সেটিই ছিল নিউজিল্যান্ডের প্রথম সাফল্য।
এরপর সূর্য কুমার যাদব ও ঋষভ পন্তের দুই উইকেট দ্রুত হারালেও এক প্রান্তে অবিচল ছিলেন রোহিত। আর ইডেনে খেলা মানেই রোহিতের ব্যাট হেসে উঠবে বলাই বাহুল্য। আর সেই ধ্রুব সত্যকে প্রমাণ করে দলের হয়ে টি-টোয়েন্টি অধিনায়ক ৩১ বলে ৫৬ রান করে থামেন। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। ভারতের সংগ্রহ নিউজিল্যান্ডের নাগালের বাইরে নিতে ভূমিকা রাখেন শ্রেয়াশ আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার ও দীপক চাহার। শ্রেয়াশ ২০ বলে ২৫ করেন, ভেঙ্কটেশ করেন ১৫ বলে ২০। চাহার ছিলেন আরও আক্রমণাত্মক। তিনি করেন ৮ বলে ২১।
নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে তিনি খরচ করেছেন ২৭ রান। ট্রেন্ট বোল্ট ৩১ রান দিয়ে নিয়েছে ১ উইকেট। তবে অ্যাডাম মিলনে আর লকি ফার্গুসন একটি করে উইকেট পেলেও দিয়েছেন যথাক্রমে ৪৭ ও ৪৫ রান। ইশ সোধিও ৪ ওভারে ১ উইকেট নিয়েছেন ৩১ রান দিয়ে।
আরও পড়ুনঃ আবারও দল কিনেছেন কিং খান, এবার আরব আমিরাতের টি২০ লীগে দল কিনেছেন তিনি
জবাবে ব্যাটিংয়ে নেমে লড়াইটা কখনোই জমাতে পারেনি নিউজিল্যান্ড। গাপটিল ৩৬ বলে ৫১ রান করেছেন। কিন্তু বাকিদের মধ্যে সর্বোচ্চ সংগ্রহ ১৭। সেটি সাইফার্টের। এ ছাড়াও লকি ফার্গুসন ৮ বলে ১৪ রানে করে মান বাঁচিয়েছেন নিউজিল্যান্ডের। তাঁর এই ইনিংসটি ছাড়া একশ পেরোনোই মুশকিল হয়ে যেত কিউইদের।
আরও পড়ুনঃ প্রিমিয়ার লীগে আবার হার ম্যান ইউয়ের, চাকরি গেল কোচ সোলস্কারের
নিউজিল্যান্ডের ইনিংসের মূল সর্বনাশটা করেছেন অক্ষর প্যাটেল, ৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। হার্শাল প্যাটেল নিয়েছেন ২ উইকেট। এ ছাড়াও দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল, ভেঙ্কটেশ আইয়ার, প্রত্যেকেই নিয়েছেন একটি করে উইকেট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584