লর্ডসে বাজিমাত! ১-০ তে এগিয়ে গেল ভারত

0
61

কাবির হোসেন, নিউজ ফ্রন্ট:ছবি সৌজন্যে: টুইটার

লর্ডস টেস্টে ভারত ১৫১ রানে ইংল্যান্ডকে পরাজিত করে পাঁচ টেস্ট ম্যাচ সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। সোমবার লর্ডসে পঞ্চম দিনে ভারত ৬উইকেটে ১৮১ রানের পর খেলা শুরু করে প্রথমে ঋষভ পন্থ( ২২) ও ইশান্ত শর্মাকে (১৬)  হারিয়ে ভারত  চাপে পড়ে যায়। এমতাবস্থায়  মোহাম্মদ সামি ও জস্প্রীত বুমরাহ  দুর্ধর্ষ ব্যাটিং করেন।  ভারত ২৯৮/৮ রানে ইনিংস সমাপ্তি ঘোষণা করে ।ভারত ২৭১ রানে এগিয়ে যায় ।মোহাম্মদ সামি ৫৬ রান করেন, যার মধ্যে ৬ চার, ১টি  ছক্কা । অপরদিকে জসপ্রীত বুমরাহ ৩৪রান করেন। তার মধ্যে ৩ টে চারের মার ছিল। এই দুজন মিলে নবম উইকেটের জুড়িতে ভারতের হয়ে  ৮৯ রান যোগ করেন। ইংল্যান্ডের হয়ে মার্ক উড ৩টি রবিনসন ২টি ও মঈন আলি ২টি উইকেট নেন। উল্লেখ্য এই প্রথম লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৫.৩ ওভার বল করার পরও জেমস অ্যান্ডারসন কোন উইকেট পায়নি। এমন ঘটনাটি ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘটেছিল।তার পুনরাবৃত্তি হল।

দিনের শেষে ইংল্যান্ডকে জিততে হলে ২৭২ রান করতে হত মাত্র ৬০ ওভারে। এরকম পরিস্থিতিতে ব্যাট করতে নেমে প্রথম থেকেই চাপে পড়ে যায় তারা। বার্নস ও সিবলি কোন রান না করে ফিরে যান। ইংল্যান্ড অধিনায়ক জো রুট( ৩৩), বাটলার (২৫) ও মঈন আলী(১৩) রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের এর ঘর পৌঁছতে পারেননি। ইংল্যান্ডের চারজন ব্যাটসম্যান শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান। মার্ক উড শুন্য রানে অপরাজিত থাকে। মোহাম্মদ সিরাজ দ্বিতীয় ইনিংসে দুর্ধর্ষ বল করে ৪টে, ইশান্ত শর্মা ৩টি উইকেট পান। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন কে এল রাহুল। তৃতীয় টেস্ট শুরু হবে ২৫শে আগস্ট লিডসে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here