কবির হোসেন, স্পোর্টস ডেস্ক:
আজ, বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারত । ফাইনালে জয়ের বিষয়ে আশাবাদী ভারত ।এই পর্যন্ত মোট ২২টি ম্যাচে টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড এর মধ্যে ভারত ভারতীয় ইংল্যান্ড দশটি ম্যাচে জয়লাভ করেছে উল্লেখ্য প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে যুবরাজ সিংয়ের ছয়টি ছয় ভারতের কাছে উজ্জ্বল হয়ে আছে এছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ভারতের পারফরম্যান্স অনবদ্য । বিগত দুই বছরে টি-টোয়েন্টি ধারাবাহিকভাবে ভারতের পারফরমেন্স বাকি দলগুলি থেকে অনেকটাই এগিয়ে। এ বছর বিশ্বকাপ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত মাত্র একটি ম্যাচে হারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, অপরদিকে তথাকথিত নবাগত আয়ারল্যান্ডের কাছে হেরে যায় ইংল্যান্ড। ভারত দলগতভাবে অনেকটাই এগিয়ে বিশেষ করে ব্যাটিং ও ও বোলিং এই দুই বিভাগে দুরন্ত পারফরম্যান্স করেছে ।এই বিশ্বকাপে অধিনায়ক রোহিত শর্মার ফর্ম নিয়ে কিছুটা চিন্তা থাকলেও পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি অনবদ্য ইনিংস এছাড়া সূর্য কুমার যাদবের ৩৬০ ডিগ্রী শর্ট এবং সর্বোপরি বোলার ভুবনেশ্বর কুমারের গড় পারফরমেন্স ভারতকে অনেকটাই এগিয়ে রাখছে ।আজকের দ্বিতীয় সেমিফাইনালে। জোট নিয়ে একটু সমস্যায় দেখা দিলেও অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি আজমাঠে নামছে বলে আশা করা যায়। অপরদিকে ইংল্যান্ড নানা সমস্যায় জর্জরিত । তাদের প্রথম একাদশের দুজন খেলোয়াড় ডেবিড মালান ও মার্ক উড কে ছাড়াই মাঠে নামতে হচ্ছে সম্ভবত । তবে এখন পর্যন্ত যা খবর, তাতে মার্ক উড ফিট বলে জানা গেছে। এ পর্যন্ত চলতি বিশ্বকাপে অ্যাডিলেড গ্রাউন্ডে মাত্র তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে । হাই স্কোরিং এই মাঠ অনেকটাই ছোট অস্ট্রেলিয়ার অন্যান্য মাঠগুলি তুলনায় এবং পিচ থেকে বোলাররা কোনরকম সাহায্য পাবে না বলে ক্রিকেট বিশেষজ্ঞ রা মনে করছেন। ফলে উভয় দলের ব্যাটসম্যানরা বাড়তি সুযোগ পাবে । অ্যাডিলেডের পিচে স্পিনার বা ফাস্ট বোলারদের কোন বোলারদেরই বিশেষ কোনো ভূমিকা থাকবে না। অতিরিক্ত ব্যাটসম্যানের দিকে গুরুত্ব দেবে দুই দলই।তবে আজকের ম্যাচে ভারতের হয়ে ঋষভ পন্থ না দীনেশ কার্তিক কে মাঠে নামছে সেটাই দেখার বিষয়। যদিও পরিসংখ্যান ও ধারাবাহিক দিক থেকে অনেকটাই এগিয়ে থেকে আজকের দ্বিতীয় সেমিফাইনালে অ্যাডিলেড মাঠে নামতে চলেছে ভারত । তবে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা সারাবিশ্বে টি টোয়েন্টি ক্রিকেটে অভিজ্ঞতায় অভিজ্ঞ ইংলিশ ব্যাটসম্যানরা অ্যাডিলেড এর মতন হাই স্কোরিং মাঠে খেলার ফলাফল বদলে দিতেই পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584