নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বর্ষশেষে খোঁজ মিলল করোনা নয়া স্ট্রেনের। তাই ক্রমশ বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে ভাইরাসের নয়া স্ট্রেন রুখতে তৎপর কেন্দ্র সরকার। ভারত-ব্রিটেন বিমান পরিষেবা ২০২১ সালের ৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্তের কথা টুইট করে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী।
উল্লেখ্য, ব্রিটেনে করোনার নয়া স্ট্রেন ঘিরে রীতিমতো কঠিন পরিস্থিতি। এই পরিস্থিতিতে ব্রিটেনের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ রাখার মেয়াদ বাড়ানোর জন্য অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে প্রস্তাব দেয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
আরও পড়ুনঃ বর্ষবরণের রাতে নাইট কার্ফু জারি দিল্লিতে
ভারতে ব্রিটেন ফেরত ৬ যাত্রীর দেহে প্রথম করোনার নয়া স্ট্রেনের হদিশ মেলে। সেই সংখ্যা এখন ২০ বলে জানিয়েছে সরকার। এই পরিস্থিতি বিবেচনা করেই বিমান বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হয়েছে।
আরও পড়ুনঃ লন্ডন ফেরত যুবকের সংস্পর্শে ৫৯০ জন, রাজ্যকে চিঠি স্বাস্থ্যমন্ত্রকের
এদিকে, আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত করোনা নির্দেশিকা জারি থাকবে বলে সোমবার জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কোভিড গাইডলাইন্স যাতে কঠোরভাবে লাগু করা হয়, সে ব্যাপারেও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে নির্দেশ দিয়েছে মন্ত্রক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584