আমেরিকার কাছে শীত পোশাক কিনে চিনকে বার্তা ভারতের

0
92

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

আমেরিকার কাছ থেকে জরুরি ভিত্তিতে সেনার শীত পোশাক কিনছে ভারত। সীমান্তের উত্তেজনার মাঝে নতুন বার্তা বেইজিংয়ের কাছে।

indian soilder | newsfront.co
প্রতীকী চিত্র

আরও পড়ুনঃ দেশের পক্ষে ভয়ঙ্কর! কেন্দ্রের বিরুদ্ধে তোপ সোনিয়ার

ভারত-চিন সীমান্তের উত্তাপে নতুন মাত্রা যোগ হল, আমেরিকার কাছ থেকে জরুরি ভিত্তিতে সেনার জন্য শীতের পোশাক কিনেছে ভারত। লাদাখের বিভিন্ন অংশে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে দুই দেশের বাহিনী, নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরাতে আদৌ সদিচ্ছা দেখাচ্ছে না চিন। এমন কি শীতের সময় যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়েছে ভারতীয় সেনাদের। এই পরিস্থিতিতে আমেরিকার কাছ থেকে শীত পোশাক কেনার তোড়জোড় নয়াদিল্লির। যা সীমান্তে উত্তেজনার মধ্যে বেজিংয়ের প্রতি দিল্লির বার্তা বলেই মনে করা হচ্ছে।

২০১৬ সালের আগাস্টে ভারত ও আমেরিকার সেনার মধ্যে সবাক্ষরিত হয় ‘দ্য লজিস্টিকস এক্সচেঞ্জ মেমোরান্ডাম এগ্রিমেন্ট’।এই চুক্তি অনুসারে, অস্ত্র, জ্বালানি, যুদ্ধবিমান, ট্যাঙ্ক প্রভৃতির অংশ এবং অন্যান্য সরঞ্জাম ভারত ও মার্কিম সেনা বাহিনী একে অপরের থেকে নিতে পারবে। এই চুক্তির ভিত্তিতেই জরুরি ভিত্তিতে শীত পোশাক কেনার পদক্ষেপ।

আরও পড়ুনঃ গ্রামে বাসিন্দা মাত্র দুই বৃদ্ধ, গুরুত্ব দিয়ে মেনে চলছেন করোনা স্বাস্থ্যবিধি

গালওয়ান সংঘর্ষের পর থেকেই সীমান্তে উত্তেজনার রেশ অব্যাহত। নিয়ন্ত্রণরেখা থেকে সেনা প্রত্যাহার করেনি চিন, তারই পাল্টা অধিক উচ্চতা থেকে সেনা সরাতে রাজি নয় ভারতও। কিভাবে ওই উচ্চতায় প্রচন্ড ঠান্ডায় সেনা মোতায়েন রাখা যায় তা নিয়ে গত মে-জুন মাসেই বৈঠকে করেন সেনাপ্রধান এম এম নারাভানে। সেইমতোই সেনা মোতায়েনের কাজ এগোচ্ছে। সরঞ্জাম ও রসদ যোগানের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

এতদিন সেনা জওয়ানদের জন্য শীতের পোশাক ইউরোপ ও চিনের কাছ থেকেই কিনত ভারত। কিন্তু সাম্প্রতিক সময়ে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক আরও তিক্ত হয়েছে। বরং আমেরিকার সঙ্গে সম্পর্ক ক্রমশ দৃঢ় হচ্ছে। সেই বন্ধুত্বের রেশ বজায় রেখেই আমেরিকার থেকে সেনাদের গরম পোশাক কিনছে ভারত।

আরও পড়ুনঃ আনন্দ ভাগ করে নিতে বাংলাদেশে আমন্ত্রিত মোদী

ইতিমধ্যেই ভারতীয় সেনার দ্বিতীয় শীর্ষ আধিকারিক এস কে সাইনি মার্কিন প্যাসিফিক কমান্ডের সঙ্গে আলোচনা করতে সেখানে গিয়েছেন। জানা গিয়েছে, মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাতেও আমেরিকার তৈরি শীত পোশাক পরে যুদ্ধ করতে পারবেন জাওয়ানরা। শুধু সামরিক অস্ত্র নয়, চিনা বাহিনীকে টক্কর দেওয়ার জন্য প্রস্তুত উপযুক্ত বাহিনীও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here