মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
বেশ কিছু দিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে ভারত-চিন সীমান্ত। মঙ্গলবার থেকে সীমান্তের উত্তেজনা তুঙ্গে। তবে এখন ভারত-চিন সীমান্তে পরিস্থিতি স্থিতিশীল বলে বুধবার জানালেন চিনের বিদেশমন্ত্রীর মুখপাত্র।
প্রসঙ্গত, লাদাখে ভারত-চিন সীমান্তের নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকা নিয়ে নতুন করে ভারত-চিন সম্পর্কে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছে। এমতাবস্থায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই চিনা বিদেশমন্ত্রীর মুখপাত্রের স্বস্তিমূলক বার্তা এই পরিস্থিতিতে নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।
আরও পড়ুনঃ করোনা ক্ষতিগ্রস্ত শীর্ষ দশ দেশের মধ্যে ভারত
উল্লেখ্য, ভারত-চিন সীমান্তে টানাপোড়েনের মধ্যেই চিনা প্রেসিডেন্টের মন্তব্যে পরিস্থিতি আরও কঠিন হয়। দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতির বার্তা দেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584