পরিসংখ্যানে আজকে(১৪মে) দেশে করোনা পরিস্থিতি

0
128

দেশে মোট
করোনা আক্রান্ত ৮১৯৭৭
সুস্থ ২৭৯৫৬
মৃত ২৬৪৯

দেশে ৩৩ টি রাজ্য করোনা আক্রান্ত। আজ নতুন আক্রান্ত হয়েছেন ৩৯২০ জন। সুস্থ হয়েছেন ১৫৩৯ জন। মৃত্যু হয়েছে ৯৭ জনের।

রাজ্য অনুযায়ী আক্রান্ত আলাদা এবং মৃত্যু বন্ধনীতে

মহারাষ্ট্র ২৭৫২৪ (১০১৯)
তামিলনাড়ু ৯৬৭৪ (৬৬)
গুজরাট ৯৫৯২ (৫৮৬)
দিল্লি ৮৪৭০ (১১৫)
রাজস্থান ৪৫৩৪ (১২৫)
মধ্যপ্রদেশ ৪৪২৬ (২৩৭)

উত্তর প্রদেশ ৩৯০২ (৮৮)
পশ্চিমবঙ্গ ২৩৭৭ (২১৫)
অন্ধ্র প্রদেশ ২২০৫ (৪৮)
পাঞ্জাব ১৯৩৫ (৩২)
তেলেঙ্গানা ১৪১৪ (৩৪)

জম্মু-কাশ্মীর ৯৮৩ (১১)
বিহার ৯৯৭ (৭)
কর্ণাটক ৯৮৭ (৩৫)
হরিয়ানা ৮১৮ (১১)
ওড়িশা ৬২৪ (৩)
কেরালা ৫৬১ (৪)

চণ্ডীগড় ১৯১ (৩)
ঝাড়খন্ড ১৮৭ (৩)
ত্রিপুরা ১৫৫ (০)
অসম ৮৭ (২)
উত্তরাখন্ড ৭৮ (১)
হিমাচল প্রদেশ ৭৪ (৩)
ছত্তীশগড় ৫৯ (০)
লাদাখ ৪৩ (০)

আন্দামান-নিকোবর ৩৩ (০)
গোয়া ১৫ (০)
মেঘালয় ১৩ (১)
পুদুচেরী ১৩ (০)
মনিপুর ৩ (০)
মিজোরাম ১ (০)
অরুণাচল প্রদেশ ১ (০)
দাদরা নগরহাভেলী ১ (০)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here