ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
দেশে দৈনিক সংক্রমণ নিন্মমুখী। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪১ হাজার ৬৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৬ লক্ষ ১৩ হাজার ৯৯৩ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ২৩ হাজার ৮১০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৯৩ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩৭ হাজার ২৯১ জন।
India reports 41,649 new #COVID19 cases, 37,291 recoveries, and 593 deaths in the last 24 hours, as per the Union Health Ministry
Total cases: 3,16,13,993
Active cases: 4,08,920
Total recoveries: 3,07,81,263
Death toll: 4,23,810Total vaccination: 46,15,18,479 pic.twitter.com/ZwC3fUVTu4
— ANI (@ANI) July 31, 2021
যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস দাঁড়াল ৪ লক্ষ ০৮ হাজার ৯২০ জন। এ পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ৩ কোটি ০৭ লক্ষ ৮১ হাজার ২৬৩ জন। সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ৪৬ কোটি ১৫ লক্ষ ১৮ হাজার ৪৭৯ জনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584