ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
দেশে মোট ওমিক্রন আক্রান্ত ১ হাজার ৮৯২! দৈনিক সংক্রমণের হার ৩.২৪ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭ হাজার ৩৭৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৫৪ হাজার ৩০২।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮২ হাজার ০১৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২৪ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১১ হাজার ০০৭ জন।
Over 152.96 crore COVID vaccine doses have been provided to States/UTs so far through Govt of India (free of cost channel) & through direct state procurement category. More than 19.69 Cr balance & unutilized vaccine doses are still available with the States/UTs: Govt of India
— ANI (@ANI) January 4, 2022
যার ফলে স্বভাবতই বাড়ল অ্যাকটিভ কেস! দেশের মোট অ্যাকটিভ কেস দাঁড়াল ১ লক্ষ ৭১ হাজার ৮৩০ জন। এ পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ০৬ হাজার ৪১৪ জন। সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ১৪৬ কোটি ৭০ লক্ষ ১৮ হাজার ৪৬৪।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584