ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
ক্রমশ কমছে দেশে দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৪ হাজার ৭০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ০৬ লক্ষ ১৯ হাজার ৯৩২ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ০৩ হাজার ২৮১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৫৩ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৫১ হাজার ৮৬৪ জন।
India reports 34,703 new COVID19 cases, 51,864 recoveries, and 553 deaths in the last 24 hours, as per the Union Health Ministry.
Total cases: 3,06,19,932
Total recoveries: 2,97,52,294
Active cases: 4,64,357
Death toll: 4,03,281Total Vaccination: 35,75,53,612 pic.twitter.com/19gvGqgX5K
— ANI (@ANI) July 6, 2021
যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস দাঁড়াল ৪ লক্ষ ৬৪ হাজার ৩৫৭ জন। এ পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ২ কোটি ৯৭ লক্ষ ৫২ হাজার ২৯৪ জন। সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ৩৫ কোটি ৭৫ লক্ষ ৫৩ হাজার ৬১২ জনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584