ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
ফের নিম্নমুখী দৈনিক সংক্রমণ! স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৯ হাজার ৬১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৬ লক্ষ ২৪ হাজার ৪১৯ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৪৬ হাজার ৬৫৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯০ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ২৮ হাজার ০৪৬ জন।
India reports 29,616 new COVID cases, 28,046 recoveries, and 290 deaths in the past 24 hours. Recovery Rate currently at 97.78%
Active cases: 3,01,442
Total recoveries: 3,28,76,319
Death toll: 4,46,658Vaccination: 84,89,29,160 (71,04,051 in the last 24 hours) pic.twitter.com/Jnlqu4UbyB
— ANI (@ANI) September 25, 2021
যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস দাঁড়াল ৩ লক্ষ ০১ হাজার ৪৪২ জন। এ পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ৩ কোটি ২৮ লক্ষ ৭৬ হাজার ৩১৯ জন। সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ৮৪ কোটি ৮৯ লক্ষ ২৯ হাজার ১৬০ জনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584