ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
ফের ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ! স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ১৫৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১২ লক্ষ ৯০ হাজার ৯০০। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪২ লক্ষ ৩১ হাজার ৮০৯ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৫৬ হাজার ৩৮৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৩৩ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১৭ হাজার ০৯৫ জন।
COVID19 | India reports 16,156 new cases, 733 deaths in the last 24 hours; Active caseload stands at 1,60,989: Ministry of Health and Family Welfare pic.twitter.com/7RCXC5xQqx
— ANI (@ANI) October 28, 2021
যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস দাঁড়াল ১ লক্ষ ৬০ হাজার ৯৮৯ জন। এ পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ৩ কোটি ৩৬ লক্ষ ১৪ হাজার ৪৩৪ জন। সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ১০৪ কোটি ০৪ লক্ষ ৯৯ হাজার ৮৭৩ জনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584