ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
দৈনিক সংক্রমণের হার ৪.১৮ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৮ হাজার ০৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লক্ষ ৮৮ হাজার ৬৪৭।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮২ হাজার ৫৫১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৩৪ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১৫ হাজার ৩৮৯ জন।
India reports 58,097 fresh COVID cases, 15,389 recoveries, and 534 deaths in the last 24 hours
Daily positivity rate: 4.18%
Active cases: 2,14,004
Total recoveries: 3,43,21,803
Death toll: 4,82,551Total vaccination: 147.72 crore doses pic.twitter.com/3cLdlq6Bxm
— ANI (@ANI) January 5, 2022
যার ফলে স্বভাবতই বাড়ল অ্যাকটিভ কেস! দেশের মোট অ্যাকটিভ কেস দাঁড়াল ২ লক্ষ ১৪ হাজার ০০৪ জন। এ পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ২১ হাজার ৮০৩ জন। সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ১৪৭ কোটি ৭২ লক্ষ ০৮ হাজার ৮৪৬।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584