India Covid Update: একদিনে ৯০ হাজার পেরোলো দৈনিক সংক্রমণ, ওমিক্রন আক্রান্ত ২,৬৩০

0
83

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

দৈনিক সংক্রমণের হার ৬.৪৩ শতাংশ। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৯০ হাজার ৯২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লক্ষ ১৩ হাজার ০৩০। দেশে মোট ওমিক্রন আক্রান্ত ২ হাজার ৬৩০জন। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ, তার পরেই রয়েছে রাজধানী দিল্লি।

coronavirus
প্রতীকী চিত্র

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮২ হাজার ৮৭৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২৫ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ২০৬ জন।

যার ফলে স্বভাবতই বাড়ল অ্যাকটিভ কেস! দেশের মোট অ্যাকটিভ কেস দাঁড়াল ২ লক্ষ ৮৫ হাজার ৪০১ জন। এ পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ৪১ হাজার ০০৯ জন। সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ১৪৮ কোটি ৬৭ লক্ষ ৮০ হাজার ২২৭।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here