ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
দেশে উর্দ্ধমুখী দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪১ হাজার ৮০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ০৯ লক্ষ ৮৭ হাজার ৮৮০ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ১১ হাজার ৯৮৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৮১ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩৯ হাজার ১৩০ জন।
India reports 41,806 new #COVID19 cases, 39,130 recoveries, & 581 deaths in the last 24 hours, as per Health Ministry
Total cases: 3,09,87,880
Total recoveries: 3,01,43,850
Active cases: 4,32,041
Death toll: 4,11,989Total vaccinated: 39,13,40,491 (34,97,058 in last 24 hrs) pic.twitter.com/gyZqhcksfn
— ANI (@ANI) July 15, 2021
যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস দাঁড়াল ৪ লক্ষ ৩২ হাজার ০৪১ জন। এ পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ৩ কোটি ০১ লক্ষ ৪৩ হাজার ৮৫০ জন। একদিনে টিকা দেওয়া হয়েছে ৩৪ লক্ষ ৯৭ হাজার ০৫৮ জনকে। সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ৩৯ কোটি ১৩ লক্ষ ৪০ হাজার ৪৯১ জনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584