ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
উর্দ্ধমুখী কোভিড গ্রাফ! স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ হাজার ৬৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৩ লক্ষ ৮১ হাজার ৭২৮ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৪৪ হাজার ৫২৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮১ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩৩ হাজার ৭৯৮ জন।
India reports 35,662 new #COVID19 cases and 33,798 recoveries in the last 24 hours, as per Union Health Ministry
Active cases: 3,40,639
Total recoveries: 3,26,32,222India administered the highest-ever single day vaccinations with 2.5 crore doses given in the last 24 hours pic.twitter.com/RUKbREQYH9
— ANI (@ANI) September 18, 2021
যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস দাঁড়াল ৩ লক্ষ ৪০ হাজার ৬৩৯ জন। এ পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ৩ কোটি ২৬ লক্ষ ৩২ হাজার ২২২ জন। সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ৭৯ কোটি ৪২ লক্ষ ৮৭ হাজার ৬৯৯ জনের।
Congratulations india!
PM @NarendraModi जी के जन्मदिवस पर भारत ने आज इतिहास रच दिया है।
2.50 करोड़ से अधिक टीके लगा कर देश और विश्व के इतिहास में स्वर्णिम अध्याय लिखा है।
आज का दिन हेल्थकर्मियों के नाम रहा। #HealthArmyZindabad pic.twitter.com/F2EC5byMdt
— Mansukh Mandaviya (@mansukhmandviya) September 17, 2021
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584