ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
দৈনিক সংক্রমণের হার ১৫.১৩ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৮২ হাজার ৯৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৮ লক্ষ ৬৯ হাজার ৬৪২। দেশে ওমিক্রনে মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৬১ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৭ হাজার ২০২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১০ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ৮৮ হাজার ১৫৭ জন।
India reports 2,82,970 COVID cases (44,889 more than yesterday), 441 deaths, and 1,88,157 recoveries in the last 24 hours.
Active case: 18,31,000
Daily positivity rate: 15.13%8,961 total Omicron cases detected so far; an increase of 0.79% since yesterday pic.twitter.com/Fz8ZfjplTF
— ANI (@ANI) January 19, 2022
যার ফলে স্বভাবতই বাড়ল অ্যাকটিভ কেস! দেশের মোট অ্যাকটিভ কেস দাঁড়াল ১৮ লক্ষ ৩১ হাজার জন। এ পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ৩ কোটি ৫৫ লক্ষ ৮৩ হাজার ০৩৯ জন। সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ১৫৮ কোটি ৮৮ লক্ষ ৪৭ হাজার ৫৫৪।
আরও পড়ুনঃ করোনা আবহে ভারতে ৪০ জন বিলিওনেয়ার বেড়েছে, দরিদ্র হয়েছেন দ্বিগুণেরও বেশী মানুষ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584