ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
ঊর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ! স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজার ৪৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১২ লক্ষ ০৫ হাজার ৭৭৫।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৮ হাজার ৭৫৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৩৪ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৬ হাজার ৯৬০ জন।
India reports 7,495 new #COVID19 cases, 6,960 recoveries, and 434 deaths in the last 24 hours.
Active cases: 78,291
Total recoveries: 3,42,08,926
Death toll: 4,78,759Total Vaccination: 1,39,69,76,774
Total number of #Omicron cases 236 pic.twitter.com/CVRFJu1mXS
— ANI (@ANI) December 23, 2021
যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস দাঁড়াল ৭৮ হাজার ২৯১ জন। এ পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ০৮ হাজার ৯২৬ জন। সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ১৩৯ কোটি ৬৯ লক্ষ ৭৬ হাজার ৭৭৪।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584