ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
ফের নিম্নমুখী দৈনিক সংক্রমণ! স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩১ হাজার ৩৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৫ লক্ষ ৯৪ হাজার ৮০৩ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৪৬ হাজার ৩৬৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১৮ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩২ হাজার ৫৪২ জন।
India reports 31,382 new COVID cases, 32,542 recoveries, and 318 deaths in the past 24 hours
Active cases: 3,00,162
Total recoveries: 3,28,48,273
Death toll: 4,46,368Vaccination: 84,15,18,026 (72,20,642 in the last 24 hours) pic.twitter.com/GMvxUehKwc
— ANI (@ANI) September 24, 2021
যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস দাঁড়াল ৩ লক্ষ ১৬২ জন। এ পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ৩ কোটি ২৮ লক্ষ ৪৮ হাজার ২৭৩ জন। সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ৮৪ কোটি ১৫ লক্ষ ১৮ হাজার ০২৬ জনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584