ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
দেশে দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৯ হাজার ৩৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ লক্ষ ১১ হাজার ৮৬২ জন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ২০ হাজার ৯৬৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪১৬ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩৫ হাজার ৯৬৮ জন।
India reports 39,361 new COVID cases, 35,968 recoveries, and 416 deaths in the last 24 hours
Active cases: 4,11,189
Total recoveries: 3,05,79,106
Death toll: 4,20,967Total vaccination: 43,51,96,001 pic.twitter.com/6nFjR1kNqc
— ANI (@ANI) July 26, 2021
যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস দাঁড়াল ৪ লক্ষ ১১ হাজার ১৮৯ জন। এ পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ৩ কোটি ০৫ লক্ষ ৭৯ হাজার ১০৬ জন। সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ৪৩ কোটি ৫১ লক্ষ ৯৬ হাজার ০০১ জনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584