ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
দেশে দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩ হাজার ৫০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৫ লক্ষ ২৮ হাজার ৭১৪ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ২২ হাজার ৬৬২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৪০ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩৮ হাজার ৪৬৫ জন।
India reports 43,509 fresh infections, 38,465 recoveries in the last 24 hours; Active caseload currently at 4,03,840, recovery rate at 97.38%: Ministry of Health and Family Welfare pic.twitter.com/yAKlSwOFaQ
— ANI (@ANI) July 29, 2021
যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস দাঁড়াল ৪ লক্ষ ০৩ হাজার ৮৪০ জন। এ পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ৩ কোটি ০৭ লক্ষ ০১ হাজার ৬১২ জন। সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ৪৫ কোটি ০৭ লক্ষ ০৬ হাজার ২৫৭ জনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584