ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
সর্বনিম্ন অ্যাকটিভ কেস! স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৮৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৩৫ হাজার ১৪২। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪২ লক্ষ ৭৩ হাজার ৩০০ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৫৮ হাজার ১৮৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪৬ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১৪ হাজার ৬৬৭ জন।
#COVID19 | Of the 12,830 new infections and 446 deaths reported in India in the last 24 hours, Kerala reported 7,427 new cases and 62 deaths.
— ANI (@ANI) October 31, 2021
যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস দাঁড়াল ১ লক্ষ ৫৯ হাজার ২৭২ জন। এ পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ৩ কোটি ৩৬ লক্ষ ৫৫ হাজার ৮৪২ জন। সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ১০৬ কোটি ১৪ লক্ষ ৪০ হাজার ৩৩৫ জনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584