ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
৭ মাস পর ১ লক্ষ পেরোল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। দৈনিক সংক্রমণের হার ৭.৭৪ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ১৭ হাজার ১০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লক্ষ ১৩ হাজার ৩৭৭। দেশে মোট ওমিক্রন আক্রান্ত ৩ হাজার ০০৭ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৩ হাজার ১৭৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০২ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩০ হাজার ৮৩৬ জন।
India reports 1,17,100 fresh COVID cases, 30,836 recoveries, and 302 deaths in the last 24 hours
Daily positivity rate: 7.74%
Active cases: 3,71,363
Total recoveries: 3,43,71,845
Death toll: 4,83,178Total vaccination: 149.66 crore doses pic.twitter.com/5uqB5lmnMj
— ANI (@ANI) January 7, 2022
যার ফলে স্বভাবতই বাড়ল অ্যাকটিভ কেস! দেশের মোট অ্যাকটিভ কেস দাঁড়াল ৩ লক্ষ ৭১ হাজার ৩৬৩ জন। এ পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ৭১ হাজার ৮৪৫ জন। সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ১৪৯ কোটি ৬৬ লক্ষ ৮১ হাজার ১৫৬।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584