ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
উৎসবের মরশুমে কমল অ্যাকটিভ কেস! স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২১ হাজার ২৫৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৯ লক্ষ ১৫ হাজার ৫৬৯ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৫০ হাজার ১২৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭১ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ২৪ হাজার ৯৬৩ জন।
India reports 21,257 fresh infections in the last 24 hours, active caseload at 2,40,221; lowest in 205 days: Ministry of Health and Family Welfare pic.twitter.com/QrQpMyee8N
— ANI (@ANI) October 8, 2021
যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস দাঁড়াল ২ লক্ষ ৪০ হাজার ২২১ জন। এ পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ৩ কোটি ৩২ লক্ষ ২৫ হাজার ২২১ জন। সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ৯৩ কোটি ১৭ লক্ষ ১৭ হাজার ১৯১ জনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584