বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার কারণ ভারত! উঠে এল চাঞ্চল্যকর তথ্য

0
151

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বিশেষজ্ঞরা জানিয়েছেন দৈনিক আক্রান্তের সংখ্যা ভারতে অনেকটাই বেশি। প্রত্যন্ত গ্রামে করোনা পরীক্ষা প্রায় করাই হচ্ছে না।গত কয়েকদিন যাবৎ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের গণ্ডি অতিক্রম করেছে। সারা বিশ্বের করোনা সংক্রমণের মোট সংখ্যার ৩৮% ভারতে, করোনা অতিমারীর ইতিহাসে এই প্রথম কোনও দেশে এত সংখ্যায় মানুষ আক্রান্ত হচ্ছেন।

corona | newsfront.co
প্রতীকী চিত্র

এক মাস আগেও কিন্তু পরিস্থিতি এই জায়গায় পৌঁছায়নি। জন হপকিন বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে মার্চ মাসে যা ৯% ছিল, এক মাসের মধ্যে তা পৌঁছেছে ৩৮%-এ।মঙ্গলবার ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪। মৃত্যু হয়েছে ২ হাজার ৭৭১ জনের।

আরও পড়ুনঃ স্বস্তির খবর! কিছুটা কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হার

এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৬ লক্ষ ৩৬ হাজার ৩০৭ জন। দেশে মোট মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ১ লক্ষ ৯৭ হাজার ৮৯৪ জনের। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে দৈনিক আক্রান্তের সংখ্যা ভারতে অনেকটাই বেশি। প্রত্যন্ত গ্রামে করোনা পরীক্ষা প্রায় করাই হচ্ছে না। এমনকি, এ বিষয়ে সচেতনতাও তৈরি হয়নি এখনও।

তাই সঠিকভাবে পরীক্ষা হলে এই সংখ্যা আরো বাড়বে বলেই মত তাঁদের।দেশে পজিটিভিটি রেটও বৃদ্ধি পেয়েছে অনেকটা। অর্থাৎ, প্রতি দিন যে সংখ্যক কোভিড টেস্ট করা হয়, তার মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে, তাকেই ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হয়ে মৃত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাকিমা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আমেরিকাতে এই সংখ্যা এখন ৫%, ব্রিটেনে ০.২% আর ভারতে ২৫%।টিকাকরণ শুরু হলেও,তা সঠিকভাবে হচ্ছে না ভারতে।প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ পাননি অনেকেই। এর কারণ টিকার ঘাটতি। ১৪১ কোটির দেশে আগামী দিনে কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব তা নিয়ে চিন্তায় গোটা বিশ্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here