উড়ে গেল পাকিস্তান

0
57

স্পোর্টস ডেস্কঃ-

আশা ছিল টানটান উত্তেজনার একটি ম‍্যাচ দেখতে পাওয়া যাবে।শরুটাও ভালো না হলেও ছন্দে ফিরছিল পাকিস্তান। কিন্তু তার পরেই  ছন্দপতন ও ভারতের একপেশে ৮ উইকেটে জয়।

প্রথমেই ভুবনেশ্বর কুমারের বলে দুই উইকেট হারায় পাকিস্তান। তারপর হাল ধরেন শোয়েব মালিক(৪৩) ও আজম(৪৭)।তারপরেই ছন্দপতন।একের পর এক উইকেট হারিয়ে ৪৩.১ ওভারেই মাত্র ১৬২ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। দুর্দান্ত বোলিং করেন ভুবনেশ্বর কুমার(১৫-৩) , জসপ্রীত বুমরাহ(২), পার্ট টাইম বোলার কেদার যাদব(৩)। জবাবে ব‍্যট করতে নেমে ২৯ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ক‍্যাপ্টেন রোহিত শর্মা ৩৯ বলে ৫২, শিখর ধাওয়ান(৪৬), রায়ডু ও কার্ত্তিক দুজনেই ৩১করে নট আউট থাকেন।

রাজনৈতিক বিরোধের কারণে দীর্ঘদিন কোনো দ্বিপক্ষীয় সিরিজে অংশ নেয়নি ভারত ও পাকিস্তান। কিন্তু দর্শকদের আশা এই ম‍্যাচেও মিটলনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here