অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
আগামী ফেব্রুয়ারি মাসে ভারতেই শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ড দ্বি-পাক্ষিক সিরিজ। এদিন বিসিসিআই ও ইসিবির তরফে দ্বি-পাক্ষিক সিরিজের সূচি ঘোষণা করা হয়। ৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ে দু’দলের প্রথম টেস্ট দিয়ে ভারতের মাটিতে ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। ভারত সফরে ইংল্যান্ড ৪টি টেস্ট, ৩টি ওয়ান ডে ও ৫টি আন্তর্জাতিক টি-২০ খেলবে।
আরও পড়ুনঃ মদ খেয়ে তার কাছে দলের বোলিং কম্বিনেশন ফাঁস করেছেন দাবি ইয়ান চ্যাপেলের
১৩ ফেব্রুয়ারি থেকে চেন্নাইয়েই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ২৪ ফেব্রুয়ারি থেকে মোতেরায় নবনির্মিত বিশ্বের সব থেকে বড় সর্দার প্যাটেল স্টেডিয়ামে খেলা হবে সিরিজের তৃতীয় টেস্ট এই টেস্টটি হবে দিন রাতের। ৪ মার্চ থেকে আহমদাবাদের মোতেরাতেই অনুষ্ঠিত হবে চতুর্থ তথা শেষ টেস্ট।
পরবর্তী পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলা হবে মোতেরাতেই। করোনার জন্য বেশি জায়গায় ম্যাচ হয়নি বায়ো বলয় গড়ে খেলা হবে দর্শক শুন্য স্টেডিয়ামে, শেষে খেলা হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। ওয়ান ডে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে পুণেতে। ইডেনে কথা থাকলেও সেখানে কোনও ম্যাচ অনুষ্ঠিত হবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584