করোনা আবহে একমাসে পাঁচটি দেশে ২৩ লক্ষ পিপিই রপ্তানি করেছে ভারত

0
53

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনার কবলে গোটা বিশ্ব। হু হু করে বাড়ছে সংক্রিমত ও মৃতের সংখ্যা। ভারতেও ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে করোনা মহামারী। করোনা মোকাবিলার অন্যতম অস্ত্র ‘পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট’ বা পিপিই। আণুবীক্ষণিক জীবের মরণ কামড় থেকে এই পোশাকই রক্ষা করে স্বাস্থ্যকর্মীদের। ভারতে যখন করোনা মহামারী প্রথম থাবা বসালো, তখন এদেশের মাটিতে পিপিই কিট তৈরিই হত না।

Corona protection | newsfront.co
প্রতীকী চিত্র

কিন্তু গত চারমাসে ছবিটা অনেকটা বদলে গিয়েছে। ভারত এখন বিশ্বের অন্যতম বৃহৎ পিপিই প্রস্তুতকারী দেশ। এবং দেশের অভ্যন্তরের চাহিদা পূরণের পাশাপাশি বহু পিপিই কিট বিদেশে রপ্তানি করার মতো জায়গাতেও পৌঁছে গিয়েছে।

পরিসংখ্যান বলছে, শুধু জুলাই মাসে বিশ্বের পাঁচটি দেশে প্রায় ২৩ লক্ষ পিপিই কিট রপ্তানি করেছে ভারত। যে পাঁচ দেশে রপ্তানি করা হয়েছে সেগুলি হল, আমেরিকা, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহী, সেনেগাল এবং স্লোভানিয়া।

আরও পড়ুনঃ ৬৩ মুনস মামলায় পি চিদাম্বরমের বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনিঃ সিবিআই

শুধু পিপিই নয়, এর পাশাপাশি এন-৯৫ মাস্ক, ভেন্টিলেটর এবং অন্যান্য চিকিৎসা সামগ্রীও রপ্তানি করা শুরু হয়েছে। করোনা ভাইরাহের প্রকোপ যত বাড়ছে, বিশ্বের বাজারে পিপিই-সহ অন্যান্য চিকিৎসা সামগ্রীর চাহিদাও ততই বাড়ছে। আর সেই বাজার ধরতেই ভারতীয় সংস্থাগুলি আরও বেশি বেশি চিকিৎসা সামগ্রী উৎপাদন করছে।

আরও পড়ুনঃ রাশিয়ার ভ্যাকসিন কিনতে চলেছে ভিয়েতনাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বলেই দিয়েছেন, ভারত এমন একটা দেশ যেটা কিনা এই মহামারীর আবহেও অন্যদের পাশে দাঁড়াবে। কেন্দ্রের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিও পিপিই, এন-৯৫ মাস্ক-সহ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম তৈরিতে উৎসাহ দিচ্ছে বেসরকারি সংস্থাগুলিকে। আর সেই কারণেই করোনার চিকিৎসা ক্ষেত্রে ধীরে ধীরে ‘আত্মনির্ভর’ হয়ে উঠছে ভারত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here