ওয়েবডেস্কঃ-
ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঁসোওয়া ওলাঁদ দাবি করলেন যে মোদী সরকার চেয়েছিল রাফায়েল চুক্তি রিলায়েন্সর সঙ্গেই হোক।
এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন তৎকালীন কেন্দ্রীয় সরকার চেয়েছিল যে রাফায়েল চুক্তির সত্ত অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপই পাক। তাদের কাছে আর কোন দ্বিতীয় বিকল্প ছিলনা। এই খবর প্রকাশ হতেই সঙ্গে সঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে দাবি করা হয় যে ব্যবসায়িক চুক্তিতে সরকার কোন হস্তক্ষেপ করতে পারেনা।
নীচে লিঙ্ক👇
রাফায়েল চুক্তি নিয়ে এই বিস্ফোরক মন্তব্যে ইতিমধ্যে দেশের রাজনীতি তোলপাড়। বিরোধীরা দাবি করে আসছিল যে হিন্দুস্তান অ্যারোনেটিকস্ লিমিটেডের (HAL) বদলে এই সত্ত মোদী সরকার প্রভাব খাটিয়ে রিলায়েন্স গ্ৰুপকে পাইয়ে দেয়।
ঘটনার প্রকাশ এরকম যে ২০১৬ সালের ২৬ শে জানুয়ারী ভারত ও ফ্রান্স দুই দেশের মধ্যে মৌ সাক্ষরিত হয়। চুক্তিতে ছিল ভারত ফ্রান্স এর থেকে ৩৬ টি রাফায়েল বিমান কিনবে। এই চুক্তির কিছুদিনের মধ্যেই ড্যাসল্ট এভিয়েশন কোম্পানির সিইও এরিক ট্রাপিয়ের ঘোষণা করেন ড্যাসল্ট ও রিলায়েন্স একসাথে একটি ৫৯০০০ কোটি টাকার চুক্তি করতে চলেছেন DRAL প্রাইভেট লিমিটেড কোম্পানির নামে। এর আগে এই চুক্তি ছিল HAL এর সাথে। দীর্ঘদিন ভারতীয় বায়ুসেনাকে বিভিন্ন ধরণের এয়ারক্রাফট সাপ্লাই করে আসছিল HAL। আর রিলায়েন্স ডিফেন্স এমন এক সংস্থা যাদের একটিও মিলিটারি এয়ারক্রাফট তৈরি করবার কোন পূর্ব অভিজ্ঞতা ছিলনা।
ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্টের এই দাবির পরিপ্রেক্ষিতে কংগ্রেস সভাপতি রাহুল বলেন, ” প্রধানমন্ত্রী মোদি দেশের সঙ্গে প্রতারণা করেছেন, সৈনিকদের রক্তকে অসম্মান করেছেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584