ভারতের সামনে বিরাট সুযোগ

0
74

স্পোর্টস ডেস্কঃ

ভারতের সামনে বিরাট সুযোগ, কেননা অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে জয়ের দোরগোড়ায় ভারতীয় ক্রিকেট দল। ভারতের প্রয়োজন ৬টি উইকেট। অপরপক্ষে অস্ট্রেলিয়ার প্রয়োজন ২১৮ রান। ইতিহাস, উইকেট ও শেষ দিনের চাপ- সব সম্ভাবনা ও পরিসংখ্যান খতিয়ে দেখলে এটা বলে দেওয়া খুব একটা বাড়াবাড়ি হবেনা যে ভারত জয়ের দোরগোড়ায়। আর ভারতের যেমন এই অবস্থা থেকে ম্যাচ হারার প্রচুর ইতিহাস আছে, ঠিক তেমনি অস্ট্রেলিয়ারও ঘুরে দাঁড়ানোর। তবে বলা যায় জয় ও ভারতের মাঝে এখন মিচেল মার্শ।

ছবি সৌজন্যে-https://twitter.com/cricket_country/status/1071331541714956288?s=19

আগের দিনের ৩ উইকেটে ১৫১ স্কোর থেকে ভালোই শুরু করে ভারত। পূজারা-রাহানে জুটি দূরন্ত ব্যাট করছিলেন, কিন্তু তাঁরা আউট হওয়ার পরেই ভারতীয় ইনিংস ধসে পড়ে। একা হাতেই ৬উইকেট দখল করেন নাথান লিয়ন। ভারতের ইনিংস শেষ হয় ৩০৭ রানে। পূজারা করেন ৭১, রাহানে করেন ৭০ ও ঋষভ প্যান্ট  ১৬ বলে দ্রুত ২৮ রান করেন।

ছবি সৌজন্যে-https://twitter.com/htTweets/status/1071723018865373184?s=19

জয়ের জন্য ৩২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া নিয়মিত উইকেট হারিয়ে চতুর্থ দিনের শেষে ৪ উইকেটে ১০৪।অশ্বিন ও মোহাম্মদ শামি ২টি করে উইকেট নেন। এখন অপেক্ষা আর কয়েক ঘন্টার।

(ফিচার ছবি সৌজন্যে-https://twitter.com/HutiyaWorld/status/1071735628260433920?s=19)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here