রোহিত ও রাহানে জুটিতে চেন্নাইয়ে ম্যাচে ফিরলো ভারত

0
92

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

Rohit Sharma | newsfront.co

সেহওয়াগ মেজাজে রোহিত শর্মার ব্যাটিং। তার দুরন্ত শতরানের উপর ভর করে চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে অক্সিজেন পেল ভারত। তবে খারাপ শট খেলে আউট হওয়ায় মাঠেই ফেলে এলেন দ্বি-শতরানটি। অন্যদিকে ভারতের সহ-অধিনায়ক আজিঙ্ক রাহানেও অল্পের জন্য শতরান হাতছাড়া করলেন।

England Test | newsfront.co

টস জিতে ব্যাটিং নেয় ভারত শুভমন গিল কোনো খাতা না খুলে অলি স্টোনের বলে আউট হন চেতেশ্বর পূজারাও খারাপ ২১ রানে লিচের বলে স্লিপে ক্যাচ দেন বিরাট কোহলি, মইন আলির বল বুঝতে না পেরে কোনো খাতা না খুলে বোলড হন।

আরও পড়ুনঃ মেলবোর্ন শহরে ফের লকডাউন, দর্শকহীন অস্ট্রেলিয়ান ওপেন

ভারত যখন দ্রুত উইকেট হারিয়ে চাপে তখন ভারতীয় ইনিংসের হাল ধরেন রোহিত শর্মা ও আজিঙ্ক রাহানের পার্টনারশিপ। তারা ১৬২ রান যোগ করেন জুটিতে রোহিত ১৬১ রান করে আউট হন রোহিত আউট হওয়ার পরেই রাহানে ৬৭ রান করে সাজঘরে ফেরেন।

আরও পড়ুনঃ ধর্ম মাফিয়াদের দখলে ভারতীয় ক্রিকেট! পদত্যাগ পত্রে বিস্ফোরক ওয়াসিম জাফর

দিনের শেষে ৬ উইকেটে ৩০০ রানই করতে সক্ষম হলেন বিরাটরা। ক্রিজে রয়েছেন পন্থ (৩৩) এবং অক্ষর প্যাটেল (৫)। ফলে দলের রান ৩০০-র গণ্ডি পেরোলেও তাই কিছুটা হলেও চাপ থাকছেই। একই সঙ্গে এদিন চিপকে দর্শক ঢুকলো তবে গ্যালারি দেখা গেল অসচেনতা অর্ধেক দর্শক ছিলেন মাস্ক হীন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here