সাংবাদিক হত্যাকারী দেশের তালিকায় ফের ভারতের নাম

0
56

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

২০২০ সালে বিভিন্ন দেশে হত্যার শিকার হয়েছেন ৫০ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী , জানিয়েছে রিপোর্টারস উইদাউট বর্ডারস (আরএসএফ)। আরএসএফ আরও জানায়, অধিকাংশ সাংবাদিক এমন সব দেশেই হত্যার শিকার হয়েছেন, যেখানে কোনো যুদ্ধ পরিস্থিতি নেই।

Journalist killing | newsfront.co

২০১৯ সালে মোট সাংবাদিক হত্যার থেকে বর্তমান বছর সংখ্যা সামান্য কম। ২০১৯ সালে সারা বিশ্বে ৫৩ জন সাংবাদিক হত্যার শিকার হন। রিপোর্টারস উইদাউট বর্ডারস জানিয়েছে, কোভিড-১৯ অতিমারীর কারণে এই বছর কর্মক্ষেত্রে অনেক কম সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এই ওয়াচডগের তথ্য অনুসারে, ২০১৯ সালে সাংবাদিক হত্যার ভয়াবহ সংখ্যা প্রমাণ করে যে, সংঘবদ্ধ অপরাধ, দুর্নীতি এবং পরিবেশগত বিষয় নিয়ে অনুসন্ধান করার কারণেই মূলত সাংবাদিকদের টার্গেট করে খুন করা হয়েছে।

বার্ষিক প্রতিবেদনে আরএসএফ জানিয়েছে, সাংবাদিকদের হত্যার ৮৪ শতাংশই সুস্পষ্ট টার্গেট করে করা হয়েছে, ২০১৯ সালে যা ছিল ৬৩ শতাংশ।

আরও পড়ুনঃ করোনা নিয়ে প্রতিবেদন, মহিলা সাংবাদিককে কারাদন্ড চিনের

এই রিপোর্টে আরও বিশদে বলা হয়েছে যে, সবচেয়ে বেশি সাংবাদিক হত্যা হয়েছে মেক্সিকো-তে, এরপর যথাক্রমে ইরাক, আফগানিস্তান, ভারত এবং পাকিস্তানের স্থান। মাদক চোরাকারবারি এবং রাজনীতিবিদদের মধ্যে যোগসূত্রের কথা উল্লেখ করে এই প্রতিবেদনে বলা হয়েছে, যেসব সাংবাদিক এধরণের বিষয় অথবা এই সম্পর্কিত বিষয় নিয়ে রিপোর্ট করার সাহস দেখিয়েছেন প্রধানত তাঁরাই টার্গেট হয়েছেন।

আরও পড়ুনঃ বর্ষবরণের ভিড় নিয়ন্ত্রণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

রিপোর্টারস উইদাউট বর্ডারস ১৯৯৫ সাল থেকে সাংবাদিকদের প্রতি হিংসার বার্ষিক তথ্য সংকলন করছে। সংস্থাটি জানিয়েছে , মেক্সিকোতে এই পর্যন্ত কোনো সাংবাদিক হত্যাকারীর শাস্তি হয়নি।

২০২০ সালে যুদ্ধপীড়িত আফগানিস্তানে পাঁচজন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। সরকার এবং তালিবানদের মধ্যে শান্তি আলোচনা চলাকালেও সাংবাদিকদের ওপর আক্রমণ অব্যাহত রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here