স্পোর্টস ডেস্কঃ
দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের শেষে খাদের কিনারায় ভারত।
প্রথম ইনিংসে ৪৩ রানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসের শেষের দিকে ভারতীয় বোলিংয়ের অসাধারণ কামব্যাকের ফলে তৃতীয় দিনের ৩ উইকেটে ১৭২ স্কোর থেকে হঠাৎই ২৪৩ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। সৌজন্যে মহম্মদ শামির ৬ ও জসপ্রীত বুমরাহ-এর ৩ উইকেট। ফলে এই টেস্ট ভারতের টার্গেট দাঁড়ায় ২৮৬।
কিন্তু রান তাড়া করতে নেমে একেরপর এক উইকেট হারিয়ে চতুর্থ দিনের শেষে ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ১১২। আউট হয়ে ইতিমধ্যে প্যাভিলিয়নে ফিরে গেছেন লোকেশ রাহুল (০), মুরলী বিজয় (২০), চেতেশ্বর পূজারা (৪), বিরাট কোহলি (১৭) ও অজিঙ্কা রাহানে (৩০)। ক্রিজে আছেন হনুমা বিহারী (২৪) ও ঋষভ প্যান্ট (৯)।প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ইতিমধ্যে ২উইকেট তুলে নিয়েছেন নাথান লিয়ন। তারমধ্যে আছে ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলিকে অসাধারণ বলে আউট করা।
দিনের শেষে অঙ্ক দাঁড়াচ্ছে যে জয়ের জন্য ভারতের প্রয়োজন ১৭৫। কিন্তু পিচের যা চরিত্র দাঁড়িয়েছে তাতে বলাই যায় ভারতের পরাজয় এখন সময়ের অপেক্ষা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584