সেমিফাইনালে পরাজিত, স্বপ্নভঙ্গ ভারতের

0
99

স্পোর্টস ডেস্কঃ

বিশ্ব টি-২০ সেমিফাইনালেইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের।

ছবি সৌজন্যে-https://twitter.com/cricketcomau/status/1065777600692244480?s=19

অ্যান্টিগুয়ায় অনুষ্ঠিত শুক্রবারের এই ম‍্যাচে টসে জিতে প্রথমে ব‍্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। ইনিংসের শুরুটা মোটামুটি হলেও মিডিল অর্ডারের ব‍্যর্থতায় ১৯.৩ ওভারে মাত্র ১১২ রানে অল আউট হয়ে যায় ভারত। মান্ধানা সর্বোচ্চ ৩৪ রান করেন। ইংল‍্যান্ডের হেথর নাইট  ২ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।

ছবি সৌজন্যে-https://twitter.com/ESPNcricinfo/status/1065777749040742400?s=19

ইংল্যান্ড ইনিংসের শুরুতে দুই ওপেনার ফিরে গেলেও  অ্যামি অ্যালেন জোন্স ও নাটালাই স্কিভারের অপরাজিত ৫৩ ও ৫২ রানের সুবাদে হেলায় জয়লাভ করে ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল।

জয়ের দৌড়।(ছবি সৌজন্যে-https://twitter.com/cricket_country/status/1065799983348178944?s=19)

উল্লেখ্য, অপর সেমিফাইনালে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে । আগামী রবিবার ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল‍্যান্ড।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here