শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
ব্রিটেন মান্যতা দেয়নি ভারতীয় টিকা কোভিশিল্ড-কে। সে নিয়ে চলছেই ভারত-ব্রিটেন চাপানউতোর। এর মাঝেই ব্রিটিশ টিকা নীতিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ভারতের বিদেশ সচিব হর্ষ শ্রীংলা।
ব্রিটেন সরকারের তরফে ঘোষণা করা হয়, ভারত, আফ্রিকা, দক্ষিণ আমেরিকার দেশ এবং সংযুক্ত আরব আমিরশাহি, তুরস্ক, জর্ডান, থাইল্যান্ড ও রাশিয়া থেকে যারা টিকা নিয়েছেন তাঁদের টিকাপ্রাপ্ত বলে ধরা হবে না। এই ব্যক্তিরা ব্রিটেনে এলে তাদের ১০দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং করোনা পরীক্ষা করাতে হবে। সরকারের এই ঘোষণার পরেই নিজের বই প্রকাশের ইভেন্টে ব্রিটেন যাত্রা বাতিল করেন কংগ্রেস সাংসদ শশী থারুর। পাশাপাশি তিনি এও বলেন, ‘দুই ডোজ টিকাপ্রাপ্ত ভারতীয়দের কোয়ারেন্টাইনে থাকতে বলা অপমানজনক।’ এরপরই ব্রিটেনের টিকা নীতি নিয়ে বিতর্ক চরমে ওঠে শেষ পর্যন্ত ভারতের বিদেশ সচিব বলেন, “ পাল্টা পদক্ষেপ করার অধিকার ভারতেরও আছে।“
এই বিষয়ে এদিন ব্রিটেন বিদেশ সচিবের সঙ্গে আলোচনাও হয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের। বিষয়টি দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন তিনি, এমনটাই জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584