স্পোর্টস ডেস্কঃ-
সুনীল ছেত্রীর জোড়া গোলে ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ান হল ভারত। কেনিয়াকে২-০ গোলে হারালো ভারত।গোলদাতা আর কেউ নন , তিনি হলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তী তথা ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। কেন সে কিংবদন্তী , তা আরও একবার প্রমাণ করলেন ভারত অধিনায়ক৷
ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালের দুটো গোলই তাঁর, আর দুটো গোলই বিশ্বমানের। একই সঙ্গে জোড়া গোলের নায়ক দেশের হয়ে গোলের নিরিখে ছুঁয়ে ফেললেন মেসিকে৷ যদিও তুলনা কতটা ঠিক সে নিয়ে প্রশ্ন চিহ্ন আছে আছে তবুও ১০২ ম্যাচে ৬৪ গোল নিয়ে সুনীল ছুঁয়ে নিলেন ১২৪ ম্যাচে ৬৪ গোল করা মেসিকে। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল করা বর্তমান ফুটবলারদের তালিকায় সুনীল এবং মেসির সামনে আছেন শুধুমাত্র ১৪৯ ম্যাচে ৮১ গোল করা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
ম্যাচের অষ্টম মিনিটেই প্রথম গোলটি পায় সুনীলের দল।দ্বিতীয় গোলটির ক্ষেত্রে সুনীল সন্দেশ জিঙ্ঘানের লং বলকে অসাধারণ দক্ষতায় নিয়ন্ত্রণে আনেন। নিয়ন্ত্রণে এনেই, নিখুঁত প্লেসমেন্টে জালে বল ঢোকান সুনীল। তাতেই কেল্লা ফতে;চ্যাম্পিয়ান ভারত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584