সোশাল মিডিয়ার অপব্যবহারে বিশ্বে প্রথম ভারতঃ মাইক্রোসফটের রিপোর্ট

0
60

ওয়েবডেস্কঃ

প্রতি নিয়ত এই পৃথিবীতে নব নব ভাবনায় নতুন আবিস্কারে মানুষের মনোনিবেশ ঘটছে । তাই সৃজশীলতার অধিকারী প্রতিভাধর মানুষ নিজেকে মেলে ধরতে উদ্যত সর্বদা । আর বর্তমানে সোশাল মিডিয়ার সৌজন্যে এই কাজ আরও সহজ হয়ে গেছে । তথাকথিত ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইউটিউবের সৌজন্যে আমরা এরকম অনেক কিছুই দেখি যেগুলোতে মানুষের এই সৃজনী ক্ষমতাকে প্রত্যক্ষ করা যায়।

কিন্তু দুশ্চিন্তা অন্য জায়গায় । সেটা হলো যখন কিছু অশুভ শক্তি  ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা  ইউটিউবের মত প্লাটফর্ম গুলোতে নিজেদের কু-প্রতিভার বিকাশ ঘটিয়ে মিথ্যা খবর প্রচার করে।এমনকি এডিট করে ভুয়ো ফটো বা ভিডিও ব্যবহার করে কোনো রাজনৈতিক দল, ধর্মীয় সম্প্রদায় বা সামাজিক গোষ্ঠী স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের অনুকূলে জনমত তৈরি করে ।

সম্প্রতি মাইক্রোসফটের দেওয়া এক রিপোর্টে জানা গেছে যে সোশাল মিডিয়াকে অপব্যবহার করে ভুয়ো খবর ছাড়ানো, গুজব রটানো ও নজরদারিতে পৃথিবীতে প্রথম স্থানে রয়েছে ভারত । মাইক্রোসফটের ওই সমীক্ষা অনুযায়ী,ভারতের ৬৪ শতাংশ মানুষ ভুয়ো খবরের শিকার হন, সেখানে পৃথিবীতে এই হার ৫৭ শতাংশ ।এই সমীক্ষা বলছে ভারতের ৫৪ শতাংশ মানুষ গুজবের শিকার হন, সেই জায়গায় বিশ্বের ৫০ শতাংশ । রিপোর্ট আরও বলছে সাধারণ মানুষের তথ্য লোপাট করে বা সামাজিক মাধ্যমে বিভিন্ন ভাবে নজরদারিতেও বিশ্বে ভারত এগিয়ে । নজরদারিতে ভারতে যেখানে ৪২ শতাংশ মানুষ শিকার হন, সেখানে পৃথিবীতে এই হার ২৯ শতাংশ ।

আরও পড়ুনঃবিভিন্ন সংগঠনের নেতা কর্মীদের গ্ৰেফতার, বাড়তি ১০০ কোম্পানি আধাসেনা বাহিনী মোতায়েন

সোশাল মিডিয়ায় অন্যতম প্রধান দিক, এখানে খুব দ্রুত জনমত গঠন করা যায় । সোশাল মিডিয়াকে মিথ্যাচারে অপব্যবহার করার মত প্রবণতা আসন্ন লোকসভা নির্বাচনে বেশ প্রকট । ভোটের আগে গুজব বা ভুয়ো খবর রটিয়ে জনমত গড়ে নির্বাচনকে সফল করতে উদ্যত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা । তাই আসন্ন লোকসভা নির্বচনের আগেই রাজনৈতিক দলগুলোর রণকৌশলের একটা দিক হয়তো ফাঁস করে দিল মাইক্রোসফটের দেওয়া এই রিপোর্ট ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here