কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
ভারত ইংল্যান্ড টেস্টের চতুর্থ দিনের শেষে ভারত ৬ উইকেটে ১৮১রান করে। অর্থাৎ লর্ডসে চতুর্থ দিনে ভারত এগিয়ে ১৫৪ রানে। আগামীকাল টেস্ট ম্যাচের শেষ দিন। রবিবার চতুর্থ দিনের সকালে ভারতের হয়ে রাহুল ও রোহিত খেলা শুরু করে। মাত্র ৫৫ রানের মাথায় রাহুল (৫) রোহিত (২১) ও অধিনায়ক বিরাটকে হারিয়ে ভারত চাপে পড়ে যায়।
এমতাবস্থায় চেতেশ্বর পুজারা ও অজিঙ্কা রাহানে দলকে টেনে তুললেন ১০০ রানের পার্টনারশিপে। কিন্তু মার্ক উডের একটি লাফানো বলে দ্বিতীয় স্লিপে অধিনায়ক জো রুটের হাতে ক্যাচ দিয়ে চেতেশ্বর পুজারা (৪৫) ফিরে যান। এরপর আজিঙ্কা রাহানে (৬১) ও রবীন্দ্র জাদেজা (৩) মঈন আলীর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলে ভারত আরো চাপে পড়ে যায়।
আরও পড়ুনঃ টোকিও অলিম্পিক্সে উত্থান ছোট দেশের
খেলার শেষ খবর পর্যন্ত ভারতে ১৮১/৬ রান করে। ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৫৪ রানে এগিয়ে ভারত। ক্রিজে আছে ঋষভ পন্থ (১৪) ও ঈশান্ত শর্মা (৪)। ইংল্যান্ডের সফল বোলার মার্ক উড ৩ ও মঈন আলি ২টি উইকেট লাভ করে। আগামীকাল ম্যাচের শেষ দিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584