বোলারদের ম্যাজিকে লিড পেল ভারত

0
81

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

গোলাপি বলে অস্ট্রেলিয়া পড়ে এসেছিল শামি, বুমরাহর সুইং, পেস ভয়। কিন্তু সিলেবাসে এল রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব। তাঁদের ভেলকিতেই দ্বিতীয় দিনের শেষে অ্যাডভান্টেজ ও লিড পেল টিম ইন্ডিয়া। প্রথম দিন ২৩৩ রানে ৬ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল ভারত। শুক্রবার খুব বেশি এগোতে পারেনি সেখান থেকে। ২৪৪ রানেই গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস।

Pink Ball Test | newsfront.co

প্রথম ওভারেই অশ্বিনকে (২০ বলে ১৫ রান) ফেরান প্যাট কামিন্স। পরের ওভারেই আউট ঋদ্ধিমান সাহা (২৬ বলে ৯ রান)। টেলএন্ডারদের পক্ষে খুব বেশিক্ষণ লড়াই করা সম্ভব হয়নি অজি পেসারদের সামনে। তবে ব্যাট করতে নেমে গোটা দিন ব্যাটই করতে পারল না অস্ট্রেলিয়া।

মাত্র ১৯১ রানে অলআউট হলেন স্টিভ স্মিথরা। আরও কম রানে তারা শেষ হয়ে যেতে পারতো কিন্তু ভারতীয় ফিল্ড খুব খারাপ হয় জন্য ৩ বার জীবন ফিরে পাওয়া মার্নাস লাবুশানের ক্যাচ মিস হয়। ৯৯ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন তিনি। মারনাস লাবুশেনের সংগ্রহ ১১৯ বলে ৪৭ রান।

আরও পড়ুনঃ রাহানেকে মাথা ঠান্ডা রেখে খেলতে পরামর্শ সচিনের

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় পেসারদের দাপটে শুরু থেকেই নড়বড়ে লাগে অজি ব্যাটিং লাইন-আপকে। ম্যাথিউ ওয়েড ৫১ বলে ৮ এবং জো বার্নস ৪১ বলে ৮ করে প্যাভিলিয়নে ফেরেন।

স্টিভ স্মিথ, যে তারকা ক্রিকেটারের দিকে সকলের নজর ছিল তিনি এদিন স্কোরবোর্ডে রান তুলতে হোঁচট খাচ্ছিলেন। ২৯ বলে মাত্র ১ রান করে আউট হন। মারনাস লাবুশেন বেশ কয়েকটা সুযোগ পেয়ে ১১৯ বলে ৪৭ রানের লড়াকু ইনিংস খেলেন। তবে এদিন ভারত আরও বেশি রানের লিড নিতে পারত। সেটা সম্ভব হন না টেল-এন্ডারদের নিয়ে অধিনায়ক টিম পেইনের লড়াইয়ের জন্য।

আরও পড়ুনঃ মেসি, রোনাল্ডোকে হারিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলার লেবানডস্কি

৯৯ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৭৩ রানে অপরাজিত থাকেন পেইন। মিচেল স্টার্ক করেন ১৫ রান। স্টার্ক ও পেনের ক্যাচ ফেলেন ঋদ্ধিমান সাহা তার ব্যাটিং ও কিপিং নিয়ে দ্বিতীয় টেস্টে দলে থাকা নিয়ে প্রশ্ন এলো ন্যাথান লিওর সংগ্রহ ১০ রান। ৮ রান করেন জশ হ্যাজেলউড। ১৯১ তেই শেষ হয় অস্ট্রেলিয়া।

ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে ভাল বল করেন রবিচন্দ্রন অশ্বিন। ১৮ ওভারে ৫৫ রান দিয়ে ৪ উইকেট সংগ্রহ করেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে অশ্বিনের এটাই সবথেকে ভাল বোলিং পারফরম্যান্স। ১৬.১ ওভারে ৪০ রান দিয়ে ৩ উইকেট নেন উমেশ যাদব। ২১ ওভারে ৫২ রান দিয়ে ২ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে পেন মিস করেন মায়াঙ্কের কামিন্সের বলে বোলড হন পৃথবী নাইট ওয়াচম্যান হিসেবে বুমরাহকে নামায় দিনের শেষে ভারত এক উইকেট হারিয়ে তুলেছে ৯।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here