অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ব্যর্থ বিরাট লড়াই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত অধিনায়ক চেজ মাস্টার কোহলিও জেতাতে পারলেন না টিম ইন্ডিয়াকে ভারতকে পর্যুদস্ত করে দ্বিতীয় ওডিআই জিতে সিরিজের দখল নিল অস্ট্রেলিয়া। রবিবার অজিরা ৫১ রানে হারালো টিম কোহলিকে।
সিডনিতে প্রথম ওডিআইতে ৬৬ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৫১ রানে হার প্রশ্ন উঠছে ভারতীয় দলের ক্ষমতা নিয়ে বিদেশের মাঠে। ফের দেখা গেল বোলিং বিপর্যয় বুমরাহ, শামি জুটি কিছুই করতে পারলো না ওয়ার্নার, স্মিথ, ম্যাক্সওয়েলকে। ভারতীয় বোলিংকে তারা কচুকাটা করেন।
আরও পড়ুনঃ আইপিএলে ব্যর্থ হলেও লঙ্কান লিগে দেখা গেল রাসেল ঝড়
এদিন টস জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ফের স্কোর বোর্ডে বড় রান পাঁচ উইকেট হারিয়ে ৩৯০ রানের টার্গেট ছুঁড়ে দেয়। এই রান তাড়া করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ভারত ৯ উইকেট হারিয়ে ৩৩৮ রান তোলে।
অস্ট্রেলিয়ার হয়ে এদিন স্টিভ স্মিথ ফের করলেন শত রান(১০৪) ফের হলেন ম্যাচের সেরা। স্মিথের সেঞ্চুরি ছা়ড়াও অ্যারন ফিঞ্চ ৬০, ডেভিড ওয়ার্নার ৮৩, মার্নাস লাবুসানে ৭০ ও গ্লেন ম্যাক্সওয়েল ৬৩ রান করেন।
আরও পড়ুনঃ ফিলিপ্সের রেকর্ডে টি টোয়েন্টি সিরিজে জিতল কিউইরা
পাহাড় প্রমাণ এই রান তাড়া করতে নেমে চেষ্টা করেন মায়াঙ্ক ধাওয়ান, আইয়ার তবে ভারতকে জয়ের স্বপ্ন দেখান বিরাট-রাহুল জুটি। ভারত অধিনায়ক বিরাট কোহলি এদিন সেঞ্চুরি হাতছাড়া করলেন। ৮৭ বলে ৮৯ রান করে আউট হন তিনি মজেস এনরিকের উড়ন্ত ক্যাচ ভারতের জয়ের স্বপ্নতে দাড়ি ফেলে দেয় । রাহুল আউট হন .৬ ৬ বলে ৭৬ রান করে হার্দিক পান্ডিয়া শেষ দিকে চেষ্টা করেও লাভ হল না এবার আগামী বুধবার শেষ নিয়ম রক্ষা র একদিনের ম্যাচ জিতে সম্মান রক্ষা লক্ষ্য টিম কোহলির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584