অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
অ্যাডিলেডে গোলাপি বল টেস্টে তার নেতৃত্বে দল হারে, এরপর বাকি তিন টেস্টে তিনি দেশে ফিরলে ভারত আজিঙ্ক রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে ফেরে।
আর অধিনায়ক বিরাট কোহলি ফিরতেই চেন্নাই টেস্টে হারের মুখ দেখলো টিম ইন্ডিয়া। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভরাডুবি টিম কোহলির। চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৫৭৮ রানের বিশাল অংক তোলে জো রুটের ব্যাটের সৌজন্যে। জবাবে ব্যাট করতে নেমে ভারত তাদের প্রথম ইনিংসে শেষ করে ৩৩৭ রানে।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৭৮ রানে অল-আউট হয়ে যায়। শেষ দিন ৪২০ রানের বিশাল মগডাল পেরোনো ভারতীয় ব্যাটিংয়ের কাছে অসম্ভব ছিল তবুও ম্যাচ বাঁচাতে পারলো না ভারতীয় ব্যাটিং। ইংল্যান্ড বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের সাধের ব্যাটিং লাইন।
আরও পড়ুনঃ খেলোয়াড়দের পেনশন মুখ্যমন্ত্রীর
রোহিত শর্মা চতুর্থ দিনেই ১২ রান করে আউট হন, এরপর শুভমন গিল ৫০, পূজারা ১৫, করে আউট হন রাহানেও কোনো খাতা না খুলে আন্ডারসনের ডেলিভারিতে ফেরেন, প্রথম ইনিংসে ভারতের ভরসা পন্থ ১১ করে আউট হন ভারতীয় ব্যাটিংকে একা টেনে নিয়ে যান। তবে বিরাট ভারতকে বাঁচাতে পারেননি ভারত অধিনায়ক ৭২ করে স্টোকসের বলে বল্ড হন। ভারতের আশাও শেষ হয়ে যায়, এছাড়া ওয়াশিংটন সুন্দর ০, অশ্বিন ৯, নদিম ০, ইশান্ত অপরাজিত ৫ ও বুমরাহ ৪ রান করেন।
আরও পড়ুনঃ ফিরে এলেও মঙ্গলবার ম্যাচ বাঁচানোর লড়াই ভারতের
ভারত অল-আউট জয়ের জন্য ৪২০ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়ে যায় ১৯২ রানে। ২২৭ রানে হার টিম ইন্ডিয়ার ইংল্যান্ডের লিচ চার, অ্যান্ডারসন তিন, এছাড়া আর্চার, স্টোকস বেস একটি করে উইকেট পান। ম্যাচের সেরা নিজের শততম টেস্টে শতরান করা ইংল্যান্ড অধিনায়ক জো রুট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584