সায়ন নন্দী,কলকাতাঃ
বিজ্ঞান পথ দেখায় , বিজ্ঞান অন্ধকারে আলো জ্বালায়… কিন্তু সেই বিজ্ঞানকেই নেমে আসতে হল রাস্তায়। গত ৯ই আগস্ট সমগ্র ভারত জুড়ে এবারেও অনুষ্ঠিত হল “ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স”। দেশের বিভিন্ন রাজ্যে থেকে ছাত্রছাত্রী, বিজ্ঞানী, গবেষক থেকে বিজ্ঞান পিপাসু মানুষ, সকলেই পা মেলালেন দেশের বিভিন্ন প্রান্তে। আমাদের রাজ্যে কলকাতার রাজাবাজার সায়েন্স কলেজ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বিশাল মিছিলে পা মেলালেন শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা এবং বিজ্ঞান চর্চার চিন্তকরা।
এছাড়াও, ব্যারাকপুর, নৈহাটি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে একই ইস্যুতে ছোট ছোট জনসচেতনতা উদ্রেককারী মিছিল আয়োজিত হয়েছে।
মিছিলে পা মেলানো সকলের দাবী ছিল খুবই স্বচ্ছ। শিক্ষা ও মৌলিক গবেষনায় কেন্দ্রীয় বাজেটের ১০% এবং রাজ্য বাজেটের ৩০% বরাদ্দ করতে হবে। তাছাড়াও সংবিধানের ৫১এ ধারা অনুযায়ী বৈজ্ঞানিক চিন্তার প্রসার এবং সামাজিক ধ্যানধারনাতে যুক্তিযুক্ত মতামতের প্রসার ঘটাতে হবে।
বর্তমান সমাজে বেড়ে উঠেছে কুসংস্কার আচ্ছন্ন ধ্যান ধারনা; মানুষ এখন ভাবছে ক্যানসার মুক্তি হবে গোমূত্রতে! বিভিন্ন তাবিজ কবজের ব্যবসা ফুলে ফেঁপে উঠছে। এই সমস্ত কুসংস্কার আচ্ছন্নতার প্রসার ও সাম্প্রদায়িক বিভাজন ঘটছে সরকারী মদতেই। বিজ্ঞানীদের বক্তব্য, বিজ্ঞানের আলো পৌঁছতে হবে প্রান্তিক ক্ষেত্রগুলিতেও।
আরও পড়ুনঃ দিনহাটা কলেজে সাংবাদিক হেনস্থা, প্রতিবাদে ধর্না সাংবাদিকদের
জাতীয় বাজেটে যখন প্রতিরক্ষা খাতে বরাদ্দ হচ্ছে অতিরিক্ত অর্থ, সেখানে শিক্ষা ও গবেষণা খাতে কেন বরাদ্দ এত কম অর্থ? “ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স”-এর মাধ্যমে এই সমস্ত প্রশ্নগুলিই তুলে ধরা হল। রাস্তায় নামলো হাজারো বিজ্ঞানী ও তাদের সাথ দিলো অগুনতি বিজ্ঞান পিপাসু সাধারন মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584