নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
কোভিডের দ্বিতীয় ঢেউয়ের শুরুতেই চিকিৎসক বিশেষজ্ঞরা জানিয়েছিলেন যে, অতিমারির তৃতীয় ঢেউয়ে সবথেকে বেশি প্রভাব পড়বে শিশুদের ওপর। ইতিমধ্যেই ইন্ডিয়ান সেরাম ইনস্টিটিউট চলতি মাসের শেষের দিকে কোভোভ্যাক্সের পরীক্ষা শুরু করবে শিশুদের ওপর। সূত্রে খবর, নতুন এই প্রতিষেধকের কার্যকারিতা হবে ৯০.৪ শতাংশ।

অপরদিকে চলছে ভারত বায়োটেকেরও দু’টি ভ্যাকসিনের টেস্টও। এর পাশাপাশি পরীক্ষা চলছে জাইডাস ক্যাডিলার ভ্যাকসিনেরও। ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থারা জানিয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে খুব শীঘ্রই ভারতে শিশুদের জন্য মোট ৪ ধরনের কোভিড টিকা পাওয়া যাবে।
উল্লেখ্য, ১৮-র অনূর্ধ্বদের উপর শুরু হয়েছে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পরীক্ষা। হায়দ্রাবাদের এক ভ্যাকসিন প্রস্তুকারক সংস্থা এবং আইসিএমআর একসাথে এই করোনা প্রতিষেধক প্রস্তুত করেছে। অপরদিকে নাক দিয়ে শ্বাসের সাহায্যে নিতে হবে ভারত বায়োটেকের ‘বিবিভি১৫৪’ নামক প্রতিষেধক। এই পদ্ধতি শিশুদের জন্য খুব সহজ হবে মনে করছেন বিশেষজ্ঞমহল। ভারত বায়োটেক এই প্রতিষেধক নিয়েও টেস্ট শুরু করেছে শিশুদের ওপর। জানা গেছে, এই টিকার শুধুমাত্র একটি ডোজ নিলেই হবে।
আর একটি প্রতিষেধক ‘জাইডাস ক্যাডিলার জাইকড-ডি’ প্রাপ্তবয়স্কদের পাশাপাশি ১৮-র অনুর্দ্ধদের ক্ষেত্রেও টেস্ট করা হচ্ছে। খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে এই প্রতিষেধক, অনুমতি মিললেই দেওয়া যাবে শিশুদেরও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584