ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্যে জবাব দিতে ভারত আর আরএসএস সমার্থক বলে মন্তব্য করে আরএসএস নেতা গোপালকৃষ্ণ বলেন,” আরএসএস মানেই ভারত। আমাদের বিশ্বের অন্যত্র কোনও শাখা নেই। আরএসএস ও ভারত সমার্থক। আমরাও চাই, বিশ্ব ভারত ও আরএসএসকে একত্রেই দেখুক। পাকিস্তান যদি সংঘকে ঘৃণা করে, তবে তারা ভারতকেও ঘৃণা করছে।”
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা মঞ্চ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান গুজরাট প্রসঙ্গ তুলে ভারতে আরএসএস- এর অবস্থান এবং কার্যকলাপ তুলে ধরে বলেন,”মিস্টার মোদী আজীবন আরএসএস -এর সদস্য। এই আরএসএস আদতে হিটলার-মুসোলিনির আদর্শে তৈরি। আরএসএস ভারত থেকে মুসলিমদের মুছে ফেলার তত্ত্বে বিশ্বাস করে। আরএসএস-এর প্রতিষ্ঠাতা গোলওয়ালকর ও সাভারকর সম্পর্কে গুগল করে দেখুন। এদের এই ঘৃণার তত্ত্বই গান্ধীকে হত্যা করেছিল।
প্রাক্তন কংগ্রেসের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, আরএসএস ক্যাম্পে জঙ্গি তৈরি হয়। এই জঙ্গিরাই গুজরাট দাঙ্গার সময় ২ হাজার জনকে কেটে ফেলেছিল। ঘরছাড়া হয়েছিল দেড় লাখ মুসলিম।”
আরও পড়ুনঃ বিজেপি নেতাদের চাপে তৃণমূল কর্মীদের নামে স্বামীর হত্যাকারী হিসাবে নালিশের অভিযোগ মৃতের স্ত্রী’র
উল্লেখ্য নির্ধারিত ১৫ মিনিট বক্তব্য থেকেও আধঘন্টা বেশি বক্তব্য দিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রীর ইমরান খান কার্যত আরএসএসকে ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584