অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
ফের বিরাট কোহলিকে নিয়ে বিতর্কিত মন্তব্য সুনীল গাভাসকারের। যখন গোটা অস্ট্রেলিয়া বলছে যে বিরাট কোহলির অভাব টেস্ট সিরিজে টের পাবে ভারত তখন গাভাসকারের উল্টো সুর। অধিনায়কের অনুপস্থিতিতে মোটেই খারাপ খেলে না ভারত। এমনটাই মনে করছেন কিংবদন্তি ওপেনার গাভাসকর।
তাঁর দাবি, যখনই কোহলি খেলেন না, তখনই ভাল পারফর্ম করেন দলের অন্য তারকারা। গাভাসকরের বিশ্বাস, বিরাটের অনুপস্থিতে রাহানে ভালোই দলের অধিনায়কত্ব করবেন। আর টেস্টে অধিনায়ক হিসেবে রাহানের রেকর্ড মোটেই খারাপ নয়।
আরও পড়ুনঃ ৯৯ চেন্নাই টেস্টে সৌরভের ক্যাচ নিয়ে সন্দেহ ইনজির
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীনই বাবা হতে চলেছেন বিরাট। তাই ওই সময় স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকার জন্য পিতৃত্বকালীন ছুটি চেয়েছেন বিরাট। অজিদের বিরুদ্ধে চার ম্যাচের সিরিজের তিনটি ম্যাচেই খেলবেন না তিনি।
আরও পড়ুনঃ এখন সময় বদলাচ্ছে, পিতৃত্বকালীন ছুটি থেকে অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন কপিল
গাভাসকারের কথায়, “আসলে বিরাট না খেলে বাকিদের খিদে বেড়ে যায় সে অস্ট্রেলিয়ার সঙ্গে ধরমশালা টেস্ট হোক বা আফগানিস্তান টেস্ট নিদাস ট্রফি এশিয়া কাপ সব জায়গায় বিরাটকে ছাড়া ভারত ভালো খেলেছে। নির্বাচকরা আগে থেকে রাহানের নাম ঘোষনা করেছে খুব ভালো হয়েছে কারণ ও খুব ঠান্ডা মাথার ছেলে। ভালোই করবে।” পূজারাকে নিয়ে সানির পরামর্শ, “ও যেন পরিস্থিতি অনুযায়ী ব্যাট করে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584