ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
এশিয়া মহাদেশের সবথেকে দুর্নীতি প্রবণ দেশ হিসাবে নাম উঠে এসেছে ভারতের। ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ নামক এক এনজিওর রিপোর্ট তুলে ধরে ‘ফোর্বস ম্যাগাজিন’ মন্তব্য করেছে যে ১০ জন ভারতীয়র মধ্যে প্রায় ৭ জনকে জনপরিষেবা পেতে ঘুষ দিতে হয়।
বার্লিন ভিত্তিক এনজিও ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ এশিয়া মহাদেশের ১৬ টা দেশের প্রায় ২২ হাজার মানুষের মধ্যে দুর্নীতি নিয়ে সমীক্ষা চালিয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী এশিয়া মহাদেশে দুর্নীতির অভিযোগ সবচেয়ে বেশি ভারতে। দেশের শতকরা ৬৯ শতাংশ মানুষ সরকারি কাজে ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছে। উল্লেখযোগ্যভাবে এই তালিকায় ভারতের নিচে রয়েছে ভিয়েতনাম, থাইল্যান্ড, পাকিস্তান, মায়ানমার প্রমুখ। ভারতের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম। যেখানে একই দাবি স্বীকার করেছে শতকরা ৬৫ শতাংশ নাগরিক। অন্যদিকে সর্বনিম্ন(শতকরা ০.২ শতাংশ) ঘুষ প্রবণ দেশ হিসাবে উঠে এসেছে জাপানের নাম। পাকিস্তানের ঘুষ প্রবণতা শতকরা ৪০ শতাংশ। তবে সমীক্ষায় বাদ দেওয়া হয়েছে চীনকে।
সমীক্ষায় উঠে এসেছে ভারতে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা পেতেও একটা বিশাল অঙ্কের টাকা ঘুষ হিসাবে দিতে হয়। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে ভারতে ঘুষের পরিমাণ শতকরা ৫৮ ও ৫৯ শতাংশ। এছাড়াও সর্বোচ্চ হারে যে সমস্ত ক্ষেত্রে ঘুষ দিতে হয় সেগুলো হলো পুলিশ, নথি যাচাই ও সাধারণ সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে।
সমীক্ষায় আরও উঠে এসেছে যে ভারতে যে সমস্ত মানুষকে ঘুষ দিতে হয় তার মধ্যে শতকরা ৭৩ শতাংশ মানুষই আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণীর ও যাদের সামাজিক প্রভাব অত্যন্ত কম। তবে ভারতীয়রা বর্তমানে এই ঘুষ প্রবণতার বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584