সিডনি টেস্টে এগিয়ে অস্ট্রেলিয়া, ভারত তাকিয়ে পূজারা ও রাহানের দিকে

0
59

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

সিডনিতে বর্ডার-গাভাসকর সিরিজের তৃতীয় টেস্টে ভারতকে ৪০৭ রানের বিশাল টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। সেই টার্গেট তাড়া করতে নেমে ভারতের সংগ্রহ চতুর্থ দিনের শেষে ৯৮/২। শেষদিনে জয়ের জন্য ভারতকে করতে হবে ৩০৯ রান, অস্ট্রেলিয়ার দরকার ৮ উইকেট।

IND vs AUS | newsfront.co

টেস্টের চতুর্থ দিনে ৬ উইকেটে ৩১২ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে অজিরা। সর্বোচ্চ ৮৪ রান করেন ক্রিস গ্রিন। তরুণ গ্রিন ভারতীয় বোলারদের দারুণভাবে সামলান। ১৩২ বলের এই ইনিংসটি সাজানো ছিল ৮টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে। ১৬৭ বলে ৮১ রান করেন স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশেনের ব্যাট থেকে আসে ১১৮ বলে ৭৩ রান। এছাড়া ৩৯ রানে অপরাজিত থাকেন অধিনায়ক টিম পেইন।

প্রথম ইনিংসে ৯৪ রানের লিড থাকায় জয়ের জন্য ভারতের টার্গেট দাঁড়ায় ৪০৭ রান। ভারতের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন ও নভদ্বিপ সাইনি ২টি করে উইকেট লাভ করেন। এছাড়া মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ একটি করে উইকেট লাভ করেন।

আরও পড়ুনঃ চতুর্থ দিনেও সিরাজের উদ্দেশ্যে কটূক্তি অজি দর্শকদের

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের বর্তমান স্কোর ৯৮/২। ৫২ করে আউট হয়েছেন রোহিত শর্মা। ৫০ করার শর্ট বলে তার ফেবারিট পুল শট মারতে গিয়েই আউট হন রোহিত। শুভমন গিল শুরুটা ভাল করেন করেছেন ৬৪ বলে ৩১ রান।

আরও পড়ুনঃ গাব্বা টেস্টে নেই পন্থ ও জাদেজা

বর্তমানে চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর চেতেশ্বর পূজারা ৯ রানে ও ৪ রানে ব্যাট করছেন অধিনায়ক রাহানে। অজি বোলারদের মধ্যে ১টি করে উইকেট পান প্যাট কামিন্স ও হ্যাজেলউড। ভারত তাকিয়ে রয়েছে রাহানে ও পূজারা জুটির দিকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here