শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
সবই ঠিকঠাক চলছিল কানপুরে আয়োজিত ভারত -নিউজিল্যান্ডের মধ্যেকার টেস্টে। প্রথম ইনিংসে লীড নিয়ে দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানের মাথায় ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেন ভারতীয় ক্যাপ্টেন রাহানে। জয়ের জন্যে লক্ষ্যে মাত্রা দাঁড়ায় ২৮৪ রানের কিউইদের সামনে।
কানপুরের মত স্পিন সহায়ক পিচে একদিনে এত রান করে ম্যাচ জেতা কোনভাবেই সম্ভব নয়, এটা ভালো মতই জানতো কিউই অধিনায়ক উইলিয়ামসন। তাই ম্যাচ জেতার লক্ষ্যে না এগিয়ে উইকেট পড়ে থেকে ম্যাচ ড্র করার পথে এগোতে থাকেন তারা। সেই লক্ষ্যে বহু কষ্টে তারা সফল হল। অন্যদিকে ভারতীয় বোলাররা অনবদ্য চেষ্টা চালালেন কিন্তু শেষ উইকেটের জুটি ম্যাচটিকে ড্রয়ের পথে নিয়ে গেল। ভারতের প্রায় নিশ্চিত জেতা ম্যাচ কে ড্র করে শেষ হাসি হাসলেন কিউইরা।
গতকালের ৪ রানে ১ উইকেট হারিয়ে থাকা অবস্থা থেকে দিনের খেলা শুরু করেন নিউজিল্যান্ড । প্রথম সেশনে অনবদ্য ব্যাটিং করেন টম লাথাম ও উইলিয়াম সমারভিল। সেই মুহুর্তে দাঁড়িয়ে মনে হচ্ছিল কিউইরা জয়ের জন্য ঝাঁপাবেন। কিন্তু সেই সময় ভারতীয় শিবিরের চাপ কমিয়ে জোড়া আঘাত হানেন উমেশ যাদব। দারুণ ব্যাট করতে থাকা এই জুটিকে দ্বিতীয় সেশনের শুরুতেই প্যাভিলিয়নের পথ দেখান উমেশ যাদব।
এর পরে একের পর এক উইকেট ফেলতে থাকেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। শেষ মুহূর্তে দারুণ রোমাঞ্চকর মুহুর্ত তৈরি হয়। শেষ নয় ওভারে দরকার ছিল ভারতের এক উইকেট। ভারতীয় খেলোয়াড় ও সমর্থকরা ভেবেছিলেন জয়টা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু একদিকে উইকেট না হারানোর পণ করে থাকা রচিন রবীন্দ্র এবং শেষ মুহুর্তে আইজাজ প্যাটেলের ব্যাটে ভর করে ড্র করে মাঠ ছাড়েন। রচিন করেন ৯১ বলে ১৮ রান এবং প্যাটেল করেন ২৩ বলে ৪ রান।
আরও পড়ুনঃ কানপুরের টেস্টে বল হাতে এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন রবিচন্দ্রন অশ্বিন
এই টেস্টে দুই ইনিংস মিলিয়ে অনবদ্য ব্যাট করেন অভিষিক্ত ব্যাটসম্যান শ্রেয়স আয়ার। প্রথম ইনিংসে শতরান হাঁকানোর পরে দ্বিতীয় ইনিংসে অর্ধশতক হাঁকান তিনি। দ্বিতীয় ইনিংসে ধুঁকতে থাকা ভারতীয় দলকে টেনে তুলেন বঙ্গ সন্তান ঋদ্ধিমান সাহা। তাঁর অপরাজিত ৬১ রানে ভর দিয়ে কিউইদের বিপক্ষে ২৮৪ রানের লক্ষ্য মাত্রা নির্ধারণ করেন। বল হাতে এই ম্যাচে অনবদ্য ছিলেন অশ্বিন। দুই ইনিংস মিলিয়ে সংগ্রহ করেছেন ৬ উইকেট। উইকেট সংগ্রহের তালিকায় হরভজন সিংকে পিছনে ফেলে উঠে এসেছেন তিন নম্বরে। তবে এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রেয়স আয়ার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584